Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Gujarat

করোনা থেকে বাঁচতে জোরে জোরে মন্ত্রপাঠ! প্রতিবেশীর হাতে নিগৃহীত মহিলা

মহিলা রোজদিন ‘মাতাজি’র উদ্দেশে জোরে জোরে মন্ত্রপাঠ করেন। ওই মহিলার ধারণা, ‘মাতাজি’ তাঁকে রক্ষা করবেন করোনার থাবা থেকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৫:২৯
Share: Save:

দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গুজরাতেও মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে ছুটে চলেছে। এই আবহেই করোনা ভয়ে ভীত এক বিধবা মহিলা রোজদিন ‘মাতাজি’র উদ্দেশে জোরে জোরে মন্ত্রপাঠ করেন। ওই মহিলার ধারণা, ‘মাতাজি’ তাঁকে রক্ষা করবেন করোনার থাবা থেকে। এই মন্ত্রপাঠে বিরক্ত হয়ে তাঁকে সম্প্রতি মারধর করেছেন তাঁর প্রতিবেশী। তার পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।

গুজরাতের দেগামের মুভাদা গ্রামে থাকেন ৪৫ বছরের ওই বিধবা মহিলা। তাঁর নাম বাবুবেন রাঠোর। স্বামী মারা যাওয়ার পর একাই থাকেন তিনি। পুলিশে করা অভিযোগে তিনি জানিয়েছেন, ১২ জুলাই বিকালে প্রদীপ জ্বালিয়ে ‘মাতাজি’র উদ্দেশে প্রার্থনা করছিলেন তিনি। তখনই তাঁর উপর চড়াও হন এক প্রতিবেশী ও তাঁর ছেলে। তিনি বলেছেন, ‘‘করোনা থেকে দূরে থাকতে মাতাজির উদ্দেশে প্রার্থনা করছিলাম আমি। তখনই বাবা-ছেলে এসে ইট দিয়ে আমার মাথায় মারে। মুখেও খুব বাজে বাজে কথা বলে আমাকে।’’

জানা গিয়েছে, তাঁকে নিগ্রহ করা প্রতিবেশি নাম ভানাজি ঠাকোর (৫০) ও সিদ্ধরাজ (২৫)।

আরও পড়ুন: ফোটোগ্রাফির প্রতি ভালবাসা, ক্যামেরার আদলে বাড়ি বানালেন কর্নাটকের ব্যক্তি

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত ন’লাখ ছাড়িয়ে গেল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gujarat Coronavirus Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE