Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোদীকে চিঠি শহরবাসীর

জাতীয় নাগরিক পঞ্জী নবীকরণ নিয়ে তৈরি জটিলতা কাটানোর আর্জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ৭-দফা দাবি সম্বলিত চিঠি পাঠাল নাগরিকত্ব সুরক্ষা সংগ্রাম কমিটি। বরাকের অন্য দুই জেলার সঙ্গে জোট বেঁধে আজ হাইলাকান্দি শহরের এন এস রোডের নেতাজি মূর্তির পাশে সে জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়। নাগরিকদের স্বাক্ষর করা পোস্ট কার্ডগুলি প্রধানমন্ত্রীর দফতরে পাঠাবে নাগরিকত্ব সুরক্ষা কমিটি।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০২:৪৪
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জী নবীকরণ নিয়ে তৈরি জটিলতা কাটানোর আর্জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ৭-দফা দাবি সম্বলিত চিঠি পাঠাল নাগরিকত্ব সুরক্ষা সংগ্রাম কমিটি। বরাকের অন্য দুই জেলার সঙ্গে জোট বেঁধে আজ হাইলাকান্দি শহরের এন এস রোডের নেতাজি মূর্তির পাশে সে জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়। নাগরিকদের স্বাক্ষর করা পোস্ট কার্ডগুলি প্রধানমন্ত্রীর দফতরে পাঠাবে নাগরিকত্ব সুরক্ষা কমিটি।

স্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল হয়ে প্রথম পোস্ট কার্ডটিতে স্বাক্ষর করেন প্রবীণ সমাজকর্মী ও শিক্ষাবিদ মানসকান্তি দাস। সাহিত্যিক বিজিৎ কুমার ভট্টাচার্য, ভাষা-সেনানী সুকোমল পাল, সমাজকর্মী রণজিৎ ঘোষ, শিক্ষক আলতাফ হুসেন লস্কর, আফজল হুসেন মজুমদার, রনধীর চৌধুরীও সেখানে হাজির ছিলেন। প্রত্যেক বক্তাই অসমে এনআরসি নবীকরণ প্রক্রিয়ার জেরে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকদের নাম বাদ পড়ার আশঙ্কা ব্যক্ত করেন। নাগরিকত্ব সুরক্ষা সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক প্রভাস চন্দ্র সরকার, নেকিব হুসেন চৌধুরী ও স্বাগতা ভট্টাচার্য অভিযানের তদারকি করেন। কমিটির প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— ভারতের অন্য রাজ্যের পথেই অসমে এনআরসি নবীকরণ করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE