Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তেলঙ্গানা, অন্ধ্রে মৃত ২২৩

প্রবল তাপপ্রবাহে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় গত তিন দিনে মৃত্যু হল ২২৩ জনের। দু’রাজ্যেই তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাসপাতালগুলিতে সানস্ট্রোকে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে ক্রমশ। যথেষ্ট সুরক্ষা ছাড়া দিনের বেলায় রাস্তায় বেরোনোর ক্ষেত্রে সর্তকতা জারি করেছে প্রশাসন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০৩:০৫
Share: Save:

প্রবল তাপপ্রবাহে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় গত তিন দিনে মৃত্যু হল ২২৩ জনের। দু’রাজ্যেই তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাসপাতালগুলিতে সানস্ট্রোকে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে ক্রমশ। যথেষ্ট সুরক্ষা ছাড়া দিনের বেলায় রাস্তায় বেরোনোর ক্ষেত্রে সর্তকতা জারি করেছে প্রশাসন। হাওয়া অফিস বলছে, আরও অন্তত তিন দিন তাপপ্রবাহ চলবে। পরিস্থিতি সামাল দিতে সরকারি নির্দেশে কার্যত পথে নেমে প্রচার শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা। জায়গায় জায়গায় শিবির গড়ে গরম থেকে বাঁচার উপায় বাতলানো হচ্ছে রাজ্যবাসীকে। তেলঙ্গানা, অন্ধ্রের পাশাপাশি আক্রান্ত ওড়িশা। সানস্ট্রোকে শুক্রবার ২৩ জনের মৃত্যু হয়েছে সেখানে। তাপপ্রবাহ চলছে পঞ্জাব, হরিয়ানাতেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

heat wave Andhra Pradesh Telangana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE