Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বানভাসি মুম্বই, ব্যাপক যানজটে ভোগান্তি শহরে

বন্যা পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে। বিপর্যয়ের জেরে আজ ৩২টি বিমান ছাড়তে দেরি হয়েছে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বাতিল করা হয়েছে ৩টি। যদিও উড়ান বাতিলের খবর স্বীকার করেননি বিমানবন্দর কর্তৃপক্ষ।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৩:৩৩
Share: Save:

পূর্বাভাস মতোই সপ্তাহ শেষে বৃষ্টিতে ভাসল মুম্বই।

শুরু হয়েছিল গত কাল থেকেই। ধাপে ধাপে বেড়েছে দাপট। যার জেরে শনিবার সকাল থেকে কার্যত জলের তলায় শহর। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বার পরিস্থিতি ২০০৫ সালের থেকেও মারাত্মক হতে পারে। তাই প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছে না বৃহন্মুম্বই পুরসভা। বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্তাদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। ঠাণেতে বাজ পড়ে ও গাড়ি দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

বন্যা পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে। বিপর্যয়ের জেরে আজ ৩২টি বিমান ছাড়তে দেরি হয়েছে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বাতিল করা হয়েছে ৩টি। যদিও উড়ান বাতিলের খবর স্বীকার করেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের থেকে ১০-১৫ মিনিট দেরিতে চলছে লোকাল ট্রেন। রাস্তায় জল জমে গাড়ি আটকে তৈরি হয়েছে ব্যাপক যানজট। শহরবাসীর একাংশের অভিযোগ, বর্ষা আসার আগে নালা পরিষ্কার করে না পুরসভা। আবর্জনা জমে রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় হয়রানি হয় তাঁদের। আগামী কয়েক দিন আরও বড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা থাকায় বাইরের কাজকর্ম মুলতুবি রাখার পরামর্শ দেওয়া হয়েছে শহরবাসীকে। কোঙ্কণ ও গোয়া উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের ১২ জুন পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে গোয়া এবং কর্নাটকেও।

বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় সতর্ক হয়ে গাড়ি চালানোর নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে সারা রাত ট্রেন চলাচল করবে আজ। বন্যা হলে স্কুলগুলিকে ত্রাণশিবির হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। প্যারেল, মানখুর্দ ও অন্ধেরী— এই তিন জায়গায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল মোতায়েন করা হয়েছে। ওয়াকি-টকি ও উদ্ধারের সরঞ্জাম নিয়ে অপেক্ষা করছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE