Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মৃত্যুবার্ষিকীতে স্মরণে নেহরু

কোনও এক ব্যক্তি, একটি সম্প্রদায় অথবা একটি দলের প্রস্তাব বিরোধিতা করার অধিকার পাবেন হাজার লোক। আমাদের দায়িত্ব তাঁর সেই দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়া।’’

ছবি: পিটিআই

ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৩:১৩
Share: Save:

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে রবিবার দিল্লির শান্তি বনে তাঁকে শ্রদ্ধা জানালেন রাহুল গাঁধী, প্রণব মুখোপাধ্যায় এবং মনমোহন সিংহ। এ দিন সাম্প্রদায়িকতা, সাংবিধানিক সংস্থার নিরপেক্ষতা এবং গণতন্ত্র সুরক্ষিত রাখার মতো প্রসঙ্গকে সামনে নিয়ে আসে কংগ্রেস। সকালে অন্য একটি অনুষ্ঠানে তামিলনাড়ুর কংগ্রেস নেতা এ গোপান্না সম্পাদিত নেহরুর একটি সচিত্র আত্মজীবনী প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সনিয়া এবং রাহুল গাঁধী। কিন্তু সনিয়ার লিখিত বার্তা পড়ে শোনানো হয় সেখানে। তিনি বলেছেন, ‘‘গণতান্ত্রিক কাঠামো রক্ষায় এবং ধর্মনিরপেক্ষতা অটুট রাখতে নেহরুর প্রাসঙ্গিকতা ক্রমশ গুরত্বপূর্ণ হয়ে উঠছে।’’ প্রণবববাবুর বক্তব্য, ‘‘জওহরলাল নেহরু বলেছিলেন তিনি সেই ভারত দেখতে চান যেখানে কোনও এক জন ব্যক্তি, একটি দল বা সম্প্রদায়ের কথা শুনতে হাজার জন বাধ্য থাকবেন না। বরং কোনও এক ব্যক্তি, একটি সম্প্রদায় অথবা একটি দলের প্রস্তাব বিরোধিতা করার অধিকার পাবেন হাজার লোক। আমাদের দায়িত্ব তাঁর সেই দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jawaharlal Nehru death anniversary Homage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE