Advertisement
২০ এপ্রিল ২০২৪
National news

উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তান যাচ্ছেন রাজনাথ, উঠতে পারে কাশ্মীর ইস্যু

কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে তীব্র বাগযুদ্ধ আর উত্তেজনার মধ্যেই পাকিস্তান যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ইসলামাবাদে আয়োজিত এ বারের সার্ক সম্মেলনে যোগ দিতেই তিনি বুধবার ইসলামাবাদ রওনা হচ্ছেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ১৩:২৯
Share: Save:

কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে তীব্র বাগযুদ্ধ আর উত্তেজনার মধ্যেই পাকিস্তান যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ইসলামাবাদে আয়োজিত এ বারের সার্ক সম্মেলনে যোগ দিতেই তিনি বুধবার ইসলামাবাদ রওনা হচ্ছেন। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে পাকিস্তানের কোনও শীর্ষনেতার সঙ্গে রাজনাথের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে এটাই হবে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

ইসলামাবাদে ৩ অগাস্ট সার্ক শীর্ষ সম্মেলন বসছে। রাজনাথ সিংহ ইসলামাবাদ যাচ্ছেন দু’দিনের সফরে। সন্ত্রাস, মাদক এবং অস্ত্রের চোরাকারবারের ইস্যু এ বার সার্ক সম্মেলনে গুরুত্ব দিয়ে আলোচিত হওয়ার কথা। সেই আলোচনায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসার আলি খানও উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে। সার্ক সম্মেলনের ফাঁকে কোনও পাক শীর্ষনেতার সঙ্গে রাজনাথের যদি আলাদা করে বৈঠক হয়, তা হলে সন্ত্রাস এবং কাশ্মীর নিয়ে আলোচনা যে হবেই, তা বলাই বাহুল্য। পঠানকোট হামলার পর থেকে একাধিকবার দু’দেশের মধ্যে উচ্চস্তরীয় বৈঠক ভেস্তে গিয়েছে। সার্ক সম্মেলনের সুবাদে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান যাওয়ায়, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা তৈরি হচ্ছে।

আরও পড়ুন: মাঝ আকাশে আইএস আতঙ্ক! মুম্বইয়ে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rajhnath singh saarc islamabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE