Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দুর্নীতি দমনে সরব মোদী, জবাব নেই নোট ফেরতের প্রশ্নে

লোকসভা ভোটের আগে ‘সুদিন’ আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। এখন সে সব কথা আর মুখেই আনেন না। বরং তাঁর মুখে শোনা যাচ্ছে, ‘চলতা হ্যায়’ জমানা চলে গিয়েছে। এখন ‘বদলাচ্ছে, বদলাতে পারে’ এই বিশ্বাস রাখতে হবে।

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৭ ০১:২৭
Share: Save:

বেসরকারি হিসেব দিয়ে কালো টাকা দমনের খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী। কিন্তু নোট বাতিলে কত টাকা ফেরত এল, তার সরকারি হিসেব এখনও দিতে পারলেন না নরেন্দ্র মোদী।

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তৃতায় যে বিষয়টির উপরে প্রধানমন্ত্রী সব থেকে বেশি সময় খরচ করলেন, সেটি হল দুর্নীতি দমনে তাঁর সরকারের প্রয়াস। আর তার ফিরিস্তি দিয়ে প্রধানমন্ত্রী জানালেন, বেসরকারি বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গিয়েছে তিন লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে এসেছে। যেটি আগে কখনও আসেনি। আর সরকারি হিসেব বলছে, পৌনে দু’লক্ষ কোটি টাকা সন্দেহের ঘেরাটোপে। ১৮ লক্ষ লোককে চিহ্নিত করা হয়েছে, যাঁদের আয়ের সঙ্গে নোট বাতিলের সময়ে জমা দেওয়া টাকার সঙ্গতি নেই। আর সাড়ে ৪ লক্ষ লোক ভুল স্বীকার করে মূলস্রোতে ফিরে আসছেন। সংশ্লিষ্ট মহলের মতে, মোদী বোঝাতে চেয়েছেন, স্বেচ্ছা আয় ঘোষণা প্রকল্পে নিজেদের লুকিয়ে রাখা আয় দেখিয়ে দিয়েছেন এঁরা। মোদী জানান, এক লক্ষ লোক প্রথমবার আয়কর দিচ্ছেন। গত বছরের তুলনায় আয়করদাতা বেড়ে গিয়েছে দ্বিগুণেরও বেশি।

আরও পড়ুন: লালকেল্লার মঞ্চ থেকে সকলকে নিয়ে চলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

লোকসভা ভোটের আগে ‘সুদিন’ আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। এখন সে সব কথা আর মুখেই আনেন না। বরং তাঁর মুখে শোনা যাচ্ছে, ‘চলতা হ্যায়’ জমানা চলে গিয়েছে। এখন ‘বদলাচ্ছে, বদলাতে পারে’ এই বিশ্বাস রাখতে হবে। আর এ কথা শুনিয়ে গত তিন বছরে সব থেকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন দুর্নীতি দমনকেই। আজ লালকেল্লা থেকে মোদী বলেন, তিন লক্ষ ভুয়ো সংস্থা পাওয়া গিয়েছে। তার মধ্যে ২ লক্ষ সংস্থার স্বীকৃতি বাতিল হয়েছে। কোনও একটি ঠিকানায় নাম থাকত চারশোটি সংস্থার। বিরোধীদের বিঁধে মোদীর অভিযোগ, সকলের যোগসাজশে এ সব চলত। ৪-৫ টি সংস্থা বাতিল হলেই হল্লা হয়, ২ লক্ষ সংস্থাকে বাতিল করা হল— কোনও আলোচনা নেই।

নোট বাতিলের সময় বিরোধীরা যখন প্রধানমন্ত্রীকে চার দিক থেকে ঘিরে ধরেছিল, সেই সময়েই মোদী একে গরিবের স্বার্থের দিকে সুকৌশলে ঘুরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, গরিবের উন্নয়নের জন্যই ধনীদের থেকে তিনি কালো টাকা উদ্ধার করছেন। সেই ফিরিস্তি আজ ফের দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। কিন্তু বিরোধীরা তাতেও সন্তুষ্ট হয়নি। তাঁদের মতে, নোট বাতিলের পরে পাঁচ মাস কেটে গিয়েছে। এখনও প্রধানমন্ত্রী বা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কত টাকা ফেরত এসেছে, তার কোনও হিসেবই দিতে পারলেন না। প্রধানমন্ত্রী আজ একটি ‘বেসরকারি’ হিসেব নিয়ে হাজির হলেন। কংগ্রেসের আনন্দ শর্মা বলেন, ‘‘সরকার আসল হিসেব দিলেই বোঝা যাবে, নোট বাতিলের পুরো লক্ষ্যটাই ভাঁওতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE