Advertisement
২০ এপ্রিল ২০২৪

কাশ্মীরে নিখোঁজদের খোঁজে তদন্তের নির্দেশ

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হেফাজত থেকে নিখোঁজ হয়ে যাওয়া বাসিন্দাদের খোঁজে তদন্তের নির্দেশ দিল রাজ্যের মানবাধিকার কমিশন। ১৯৮৯ থেকে ৬৩৯ জন নিরাপত্তা বাহিনীর হেফাজত থেকে উধাও হয়ে গিয়েছে বলে জানিয়েছে কমিশন। সংখ্যাটা নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৫:২৪
Share: Save:

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হেফাজত থেকে নিখোঁজ হয়ে যাওয়া বাসিন্দাদের খোঁজে তদন্তের নির্দেশ দিল রাজ্যের মানবাধিকার কমিশন। ১৯৮৯ থেকে ৬৩৯ জন নিরাপত্তা বাহিনীর হেফাজত থেকে উধাও হয়ে গিয়েছে বলে জানিয়েছে কমিশন। সংখ্যাটা নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে। নিখোঁজদের অভিভাবকদের এক সংগঠনের দাবি, সংখ্যাটা অনেক বেশি, প্রায় ৮ হাজার জন। তাঁদের খোঁজে বহু দিন ধরেই নানা মহলে দরবার করে আসছেন পরিবারের সদস্যরা। তিন মাসের মধ্যে কমিশনের কাছে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পুলিশকে।

পাশাপাশি, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে এ বার সরব হয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে মাসখানেক আগে আন্তর্জাতিক স্তরের তদন্তের জন্য প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষা শাখার হাই কমিশনার জেইদ রাদ অল হুসেন। তবে যে তথ্যের উপরে নির্ভর করে সেই দাবি উঠেছিল, তা ভিত্তিহীন বলে তদন্তের আবেদন খারিজ করে দেয় ভারত। সম্প্রতি গুতেরেস জানান, জেইদ আসলে রাষ্ট্রপুঞ্জের মতামতকেই তুলে ধরেছেন।

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাষ্ট্রপুঞ্জে সরব হয়েছে পাকিস্তান। এ নিয়ে ইসলামাবাদের তরফে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। তবে নয়াদিল্লি বারবারই স্পষ্ট করে দিয়েছে, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ইসলামাবাদ ভুল তথ্য দিয়ে নয়াদিল্লিকে বেকায়দায় ফেলতে চাইছে। পাল্টা তথ্যপ্রমাণও দিয়েছে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE