Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত দুই, বেকসুর খালাস দুই

২০০৭-এ শহরের গোকুল চাট নামে খাবারের দোকানে এবং লুম্বিনি পার্কে জোড়া বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় গোকুল চাটে ৩২ জনের মৃত্যু হয়, আহত হয়েছিলেন ৪৭ জন। অন্য দিকে লুম্বিনি পার্কে ১২ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ২১ জন।

২০০৭-এ হায়দরাবাদের গোকুল চাটে বিস্ফোরণের পর। ফাইল চিত্র।

২০০৭-এ হায়দরাবাদের গোকুল চাটে বিস্ফোরণের পর। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৩
Share: Save:

হায়দরাবাদে জোড়া বিস্ফোরণ কাণ্ডে ইন্ডিয়ান মুজাহিদিন-এর দুই সদস্যকে দোষী সাব্যস্ত করল স্থানীয় আদালত। এরা হল আনিক শাফিক সইদ এবং ইসমাইল চৌধুরি। অন্য দিকে, ফারুখ সারফুদ্দিন তার্কিস এবং মহম্মদ সাদিক নামে দুই অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। রিয়াজ ভটকল এবং ইকবাল ভটকল নামে বাকি দুই অভিযুক্ত পলাতক।

২০০৭-এ শহরের গোকুল চাট নামে খাবারের দোকানে এবং লুম্বিনি পার্কে জোড়া বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় গোকুল চাটে ৩২ জনের মৃত্যু হয়, আহত হয়েছিলেন ৪৭ জন। অন্য দিকে লুম্বিনি পার্কে ১২ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ২১ জন।

ঘটনার তদন্তে নেমে কাউন্টার ইন্টেলিজেন্স উইং এবং তেলঙ্গানা পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। ধৃতেরা হল— মহম্মদ আকবর ইসমাইল চৌধুরি, আনিক শাফিক সইদ, ফারুখ সারফুদ্দিন তার্কাস, মহম্মদ সাদিক ইসরার এবং তারিক অঞ্জুম।সকলেই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য বলে সন্দেহ করা হয়। তবে পালিয়ে যায় রিয়াজ ও ইকবাল। পলাতক এই আইএম সদস্য-সহ মোট ৭ জনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে পুলিশ।

আরও পড়ুন: ইলাহাবাদের রাস্তাতেই খুন প্রাক্তন পুলিশকর্মী, ধরা পড়ল সিসিটিভির ফুটেজে

আনিক শাফিকের বিরুদ্ধে লুম্বিনি পার্কে বোমা রাখার অভিযোগ রয়েছে, গোকুল চাটে বোমা রাখার অভিযোগ রয়েছে রিয়াজ ভটকলের বিরুদ্ধে। ইসমাইল চৌধুরির বিরুদ্ধেও একই অভিযোগ। অন্য দিকে, অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তারিককে।

আরও পড়ুন: হায়দরাবাদের জাদুঘর থেকে নিজামের সোনার টিফিনবাক্স চুরি!

গত ২৭ অগস্ট মামলাটি উঠলে সেকেন্ড অ্যাডিশনাল মেট্রোপলিটান সেশন আদালতের বিচারক টি শ্রীনিবাসরাও ৪ সেপ্টেন্বর পর্যন্ত মামলাটি স্থগিত করে দেন। এ দিন মামলাটি ফের উঠলে, দু’জনকে দোষী সাব্যস্ত করা হয়।বেকসুর খালাস করে দেওয়া হয় দুই অভিযুক্তকে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE