Advertisement
২৫ এপ্রিল ২০২৪

যৌন হেনস্থার শিকার আমিও, বললেন পুনম মহাজন

ভিড়ে ঠাসা ট্রেনেই যাতায়াত করতে হত। আর এই ট্রেনযাত্রার সময় অনেক দিনই খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

পুনম মহাজন।—ফাইল চিত্র।

পুনম মহাজন।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ১৫:৫৪
Share: Save:

একটা সময় তাঁকেও যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। মুখোমুখি হতে হয়েছে বহু অস্বস্তিকর পরিস্থিতির। রবিবার আমদাবাদের ‘ইন্ডিয়ান ইনস্টিটউট অব ম্যানেজমেন্ট’-এর ‘দ্য রেড ব্রিকস’ সম্মেলনে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন উত্তর মুম্বইয়ের বিজেপি সাংসদ পুনম মহাজন। তবে একই সঙ্গে তাঁর মত, এ সব ক্ষেত্রে নিজেকে দুর্বল ভাবলে সমস্যার সমাধান হবে না। বরং হেনস্থাকারীকে চড় কষিয়ে দেওয়ার পরামর্শ দিলেন প্রয়াত রাজনীতিক প্রমোদ মহাজনের কন্যা।

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে পুনম জানিয়েছেন, ভারসোভা থেকে ওরলি পর্যন্ত ট্রেনে চেপেই কলেজ যেতেন। সেই সময় ব্যক্তিগত গাড়িতে চাপার মত সামর্থ তাঁর ছিল না। ভিড়ে ঠাসা ট্রেনেই যাতায়াত করতে হত। আর এই ট্রেনযাত্রার সময় অনেক দিনই খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু তিনি কখনও দমে যাননি বা নিজেকে দুর্বল ভাবেননি। এমনই বিভিন্ন ব্যক্তিগত বেদনাদায়ক অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরছিলেন পুনম। আরও বলেন, ‘‘ পৃথিবীর সব মহিলাকেই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। ভারতে তো বিশেষ করে। কত রকম কুকথা যে শুনতে হয়। কত মানুষের অযাচিত হাত নারী শরীর স্পর্শ করে।’’

আরও পড়ুন: চলন্ত কাটোয়া লোকাল থেকে পড়ে গেলেন চালক

পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধেও তোপ দাগেন পুনম। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘‘ভারতীয় রাজনীতিতে মাঝারি গুণসম্পন্ন পুরুষরা টিকে থাকতে পারেন। তবে মহিলাদের পক্ষে তা অসম্ভব। নিজেদের ক্ষমতা প্রমাণ করেছি আমরা। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের সাহসের প্রমাণ দিয়েছি।’’ তবে টেলিভিশনে দেখানো হিন্দি ধারাবাহিকগুলির ঘোর বিরোধিতা করেন তিনি। তাঁর দাবি, এই ধারাবাহিকগুলি মহিলাদের ভাবমূর্তি নষ্ট করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE