Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মোদী-বিরোধী পোস্টে লাইক, শাস্তির মুখে মধ্যপ্রদেশের আইএএস

একটি ফেসবুক পোস্টে লাইক দেওয়ার ‘অপরাধে’ রাজ্য সকরারের শোকজের মুখে পড়লেন এক আইএএস। অজয় সিংহ গাঙ্গোয়ার নামে ওই আইএএস জানুয়ারি মাসে একটি ফেসবুক পোস্ট লাইক করেছিলেন, যাতে লেখা ছিল ‘মোদীর বিরুদ্ধে গণবিপ্লব হওয়া উচিত’।

সংবাদ সংস্থা
মধ্যপ্রদেশ শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ১৫:০৭
Share: Save:

এ বার অম্বিকেশ কাণ্ডের ছায়া মধ্যপ্রদেশে। একটি ফেসবুক পোস্টে লাইক দেওয়ার ‘অপরাধে’ রাজ্য সকরারের শোকজের মুখে পড়লেন এক আইএএস। অজয় সিংহ গাঙ্গোয়ার নামে ওই আইএএস জানুয়ারি মাসে একটি ফেসবুক পোস্ট লাইক করেছিলেন, যাতে লেখা ছিল ‘মোদীর বিরুদ্ধে গণবিপ্লব হওয়া উচিত’। এতেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের রোষের মুখে পড়ে গিয়েছেন তিনি। মঙ্গলবার মধ্যপ্রদেশ সরকার তাঁকে একটি শোকজ নোটিস পাঠিয়ে জানতে চেয়েছ, কেন ওই ফেসবুক পোস্ট লাইক করলেন তিনি?

গাঙ্গোয়ার অবশ্য বলেছেন, ‘যদি আমি গত ২৩ জানুয়ারি ফেসবুকে কিছু পোস্ট বা লাইক করে থাকি, তা হলে আমাকে শোকজ করতে এতদিন সময় লেগে গেল কেন? আমায় শোকজ নোটিস দেওয়ার আগে এক বার জিজ্ঞাসা করা উচিত ছিল, যে আমার ফেসবুক অ্যাকাউন্টে আসা পোস্টের নিচে আমি নিজে লাইক দিয়েছিলাম কি না।’

গত সপ্তাহে বরাবনি জেলার কালেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে গাঙ্গোয়ারকে। তিনি জওহরলাল নেহরুর প্রশংসা করেও বেশ কিছু দিন আগে একটি পোস্ট করেছিলেন, যার জেরে এর আগেও সরকারের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই পোস্টটিতে গাঙ্গোয়ার বলেছিলেন,‘নেহরু আমাদের দেশকে হিন্দু তালিবানি রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করেছেন।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ias officer show cause notice modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE