Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

সকালে বিজেপিতে গিয়ে বিকেলেই মন্ত্রিত্ব পেলেন এই কংগ্রেস নেতা!

উত্তরীয় গলায় জড়িয়ে দিয়ে বাভালিয়াকে দলে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি জীতু ভগনানি। এ দিন সকালে তিনি বলেন, “বিকেলেই বাভালিয়া মন্ত্রিত্বের শপথ নেবেন। এখান থেকেই শুরু হয়ে গেল ২০১৯-এ রাজ্যে সমস্ত লোকসভা আসন ধরে রাখার প্রস্তুতি।”

কাঁওয়র বাভালিয়া।

কাঁওয়র বাভালিয়া।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ২৩:১৯
Share: Save:

সকাল পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেসের বিধায়ক, বিকেলেই তিনি বিজেপি’র মন্ত্রী! মঙ্গলবার এই ঘটনার সাক্ষী গুজরাত।

কাঁওয়র বাভালিয়া। গুজরাতের শীর্ষ কংগ্রেস নেতা তথা বিধায়ক। পাঁচ বারের কংগ্রেস বিধায়ক বাভালিয়া এ দিন বিকেলে বিজেপিতে যোগ দেন। তবে উল্লেখ্য যে বিষয় তা হল, গেরুয়া শিবিরে শুধু যোগদানই নয়, একেবারে সটান জায়গাও পেয়ে যান রাজ্যের মন্ত্রিসভায়।

উত্তরীয় গলায় জড়িয়ে দিয়ে বাভালিয়াকে দলে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি জীতু ভগনানি। এ দিন সকালে তিনি বলেন, “বিকেলেই বাভালিয়া মন্ত্রিত্বের শপথ নেবেন। এখান থেকেই শুরু হয়ে গেল ২০১৯-এ রাজ্যে সমস্ত লোকসভা আসন ধরে রাখার প্রস্তুতি।”

আরও পড়ুন: গো রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত নয়, বলল শীর্ষ আদালত

সৌরাষ্ট্রের বাসিন্দা বাভালিয়া। এই অঞ্চল থেকেই ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি বেশ কয়েকটি আসন হারায়। কোলি সম্প্রদায়ের অন্যতম মুখ বলা যেতে পারে বাভালিয়াকে। সৌরাষ্ট্রে কোলি সম্প্রদায়ের প্রভাব রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ওই অঞ্চলে বিধানসভা নির্বাচনে দলের ফলাফলের কথা মাথায় রেখেই বাভালিয়াকে সরাসরি মন্ত্রিত্ব সঁপে দেওয়া হয়েছে। বিজেপি চাইছে বাভালিয়াকে সামনে রেখেই আসন্ন লোকসভা নির্বাচনে সৌরাষ্ট্রে নিজেদের আধিপত্য কায়েম করতে।

বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলেও গুজরাতে এ বার যথেষ্ট ভাল ফল করেছে কংগ্রেস। সূত্রের খবর, বাভালিয়া বিরোধী দলনেতা হওয়ার জন্য জোরদার চেষ্টা চালিয়ে ছিলেন। কিন্তু কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী যেহেতু এ বার তরুণ প্রজন্মকে দলে ঠাঁই দেওয়ার ক্ষেত্রে সচেষ্ট হয়েছেন, সে কারণেই পরেশ ধানানিকে বিরোধী দলনেতার দায়িত্ব দেন। কংগ্রেস সভাপতির এই সিদ্ধান্তকে নাকি মেনে নিতে পারেননি বাভালিয়া। যদিও কংগ্রেসের তরফ থেকে এই যুক্তিকে নস্যাৎ করে দেওয়া হয়।

বাভালিয়ার বিজেপিতে যোগ দেওয়ায় অবাক রাজ্য কংগ্রেস নেতৃত্বও। গুজরাত প্রদেশ কংগ্রেসের সভাপতি অমিত ছাবরা এ প্রসঙ্গে বলেন, “এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে বাভালিয়ার মতো এক জন শীর্ষ নেতা শুধুমাত্র মন্ত্রিত্বের লোভে বিজেপিতে যোগ দিলেন। কংগ্রেসের টিকিটে তিনি পাঁচ বার বিধায়ক হয়েছেন। এমনকি এক বার সাংসদও হয়েছিলেন। তাঁর মেয়ে এবং বোনকে দল টিকিট দিয়েছিল। রাজ্যের বক্সি পাঁচ সমাজের মুখ হিসাবে তাঁকে তুলে ধরেছিল দল। কিন্তু তিনি যা করলেন তাতে তাঁকে ওই সমাজের মানুষের কাছে জবাবদিহি করতে হবে।”

আরও পড়ুন: ব্রিজ ভাঙতে দেখেই এমার্জেন্সি ব্রেক! মুম্বইয়ে চালকের তৎপরতায় বাঁচলেন ট্রেন যাত্রীরা

পাশাপাশি তিনি আরও জানান, দলের বৈঠকে এক রকম কথা বললেন বাভালিয়া, আবার সংবাদমাধ্যমের সামনে ভেল বদলালেন! তাঁর অভিযোগ, এর থেকেই স্পষ্ট যে বাভালিয়ার সঙ্গে তলে তলে বিজেপির কথাবার্তা চলছিল অনেক দিন ধরেই। এটা পুরোপুরি পরিকল্পিত একটা বিষয়।

যদিও বিজেপিতে যোগ দেওয়ার পর বাভালিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Politics Gujarat BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE