Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

‘আমার ক্ষমতা জানেন?’ মহকুমা শাসককে বিজেপি বিধায়কের হুমকি ভাইরাল

‘আপনি কি জানেন না, আমি এক জন বিধায়ক?’ এই ভাবেই উদয়ভান চৌধরি আগ্রার মহকুমা শাসক গরিমা সিংহকে মনে করিয়ে দিলেন যে, তিনি বিধায়ক।

ক্যামেরার সামনেই মহকুমা শাসককে ধমক দিতে শোনা গেল বিজেপি বিধায়ক উদয়ভান চৌধরিকে। ছবি: টুইটার।

ক্যামেরার সামনেই মহকুমা শাসককে ধমক দিতে শোনা গেল বিজেপি বিধায়ক উদয়ভান চৌধরিকে। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৪:৩৬
Share: Save:

কৃষকদের নানান সমস্যা নিয়ে আগ্রার মহকুমা শাসকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক উদয়ভান চৌধরি। আর সেখানে গিয়ে ক্যামেরার সামনেই মহকুমা শাসককে ধমক দিতে শোনা গেল ৭০ বছর বয়সী ওই বিজেপি বিধায়ককে। ‘আপনি কি জানেন না, আমি এক জন বিধায়ক?’ এই ভাবেই উদয়ভান চৌধরি আগ্রার মহকুমা শাসক গরিমা সিংহকে মনে করিয়ে দিলেন যে, তিনি বিধায়ক।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, আঙুল তুলে চিৎকার করে মহকুমা শাসককে ওই বিজেপি বিধায়ক বলছেন, ‘‘আমার ক্ষমতার কথা কি আপনি ভুলে গেলেন, গণতন্ত্রের ক্ষমতার কথা?’’ আর উদয়ভানের সেই শাসানির আওয়াজকে ছাপিয়ে যাচ্ছে, ‘মহকুমা শাসক মুর্দাবাদ’ চিৎকার।

বিজেপি বিধায়ক উদয়ভান চৌধরি অভিযোগ করেছেন যে, ওই মহকুমা শাসক কৃষকদের দাবি শুনতেই চাননি। আর সে কারণেই উদয়ভান ওই মহকুমা শাসককে কৃষকদের ঋণ মকুব নিয়ে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলতে নির্দেশ দিয়েছিলেন।

সংবাদ সংস্থা এএনআই-এর টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়ে যায় এই ভিডিয়ো। আইএএস অফিসারকে বিজেপি নেতার শাসানির ভিডিয়ো ভাইরাল হওয়া মাত্রই টুইটারে প্রতিবাদ জানানো হয় আইএএস অ্যাসোসিয়েশন-এর তরফে। টুইটারে এই অ্যাসোসিয়েশনের তরফে লেখা হয়েছে, ‘‘কাজের জায়গায় একজন আইএএস অফিসারকে হুমকি দেওয়া কখনই মেনে নেওয়া যায় না। আইনরক্ষার্থে কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় আইএএস অফিসারদের। আইএএস গরিমা সিংহের জন্য আমরা গর্বিত।’’

আরও পড়ুন: বছরে তৃণমূলের আয় মাত্র ৫ কোটি! সিপিএমের চেয়েও গরিব মমতার দল, শীর্ষে বিজেপি

আরও পড়ুন: ‘সব কৃষকের ঋণ মকুব না করা পর্যন্ত মোদীকে ঘুমোতে দেব না’, ফের তোপ রাহুলের

টুইটারেও মানুষজন তীব্র ভাষায় আক্রমণ করেছেন উদয়ভান চৌধরিকে। কেউ বলছেন, ‘‘গণতন্ত্রের ক্ষমতা কাকে বলে, শক্তিশালী চৌধরিকে এই নির্বাচনের পরেই মানুষ দেখিয়ে দেবেন।’’ কেউ আবার বলছেন, ‘‘এঁদের মতো রাজনৈতিক নেতারাই ভুলে যায় যে, আমরাই ওঁদের ভোটে জিতিয়ে নিয়ে আসি। আমাদের ছাড়া ওঁরা কিছুই নয়।’’

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE