Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

হিমাচলে বাস খাদে পড়ে ২৭ স্কুলপড়ুয়ার মৃত্যু

রাজধানী শিমলা থেকে ২২০ কিলোমিটার দূরে কাংরার নুপুর টাউনে খাদে পড়া বাসে আটকে পড়া স্কুলপড়ুয়াদের উদ্ধার করতে ছুটে যান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সদস্যরা। তাঁরা বাসে আটকে পড়া কয়েকটি শিশুকে উদ্ধারও করেন। আহত শিশুদের ৯০ কিলোমিটার দূরে পঠানকোট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হিমাচলে খাদে পড়া সেই বাস।

হিমাচলে খাদে পড়া সেই বাস।

সংবাদ সংস্থা
কাংড়া উপত্যকা (হিমাচল প্রদেশ) শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ২০:৫৮
Share: Save:

হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় একটি স্কুলবাস ১০০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ায় কম করে ২৭টি শিশুর মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই এই খবর দিয়েছে।

পুলিশ জানিয়েছে, সরু পাহাড়ি রাস্তায় খুব জোরে বাসটি চালাচ্ছিলেন চালক। তাতেই ঘটে বিপত্তি। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চাকা হড়কে গিয়ে বাসটি গড়িয়ে পড়ে পাহাড়ি রাস্তার লাগোয়া ১০০ ফুট গভীর খাদে। বাসটি একটি বেসরকারি স্কুলের।

রাজধানী শিমলা থেকে ২২০ কিলোমিটার দূরে কাংড়ার নুপুর টাউনে খাদে পড়া বাসে আটকে পড়া স্কুলপড়ুয়াদের উদ্ধার করতে ছুটে যান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সদস্যরা। তাঁরা বাসে আটকে পড়া কয়েকটি শিশুকে উদ্ধারও করেন। আহত শিশুদের ৯০ কিলোমিটার দূরে পঠানকোট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন।

I am deeply anguished by the loss of lives due to a bus accident in Kangra, Himachal Pradesh. My prayers and solidarity with those who lost their near and dear ones in the accident: PM @narendramodi

পুলিশ জানিয়েছে, ওই বাসটি একটি বেসরকারি স্কুলের। স্কুলটির নাম- ‘ওয়াজির রাম সিংহ পাঠানিয়া মেমোরিয়াল পাবলিক স্কুল’। বাসটিতে ছিল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন- হামলার ছক, ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাক কূটনীতিক​

আরও পড়ুন- নিজেদের আসনও রক্ষা করতে পারবেন না রাহুল-সনিয়া, তোপ বিজেপির​

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, ‘‘মুখ্যসচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তার পরেই এনডিআরএফ-কে ডাকা হয়েছে। রাজ্য সরকার এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।’’

মৃত ও জখম শিশুদের প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE