Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিএসপি ভেঙে কংগ্রেসের ছক্কা

রাজনীতিতে নামার আগে জাদু দেখাতেন গহলৌত। রাজস্থানের কংগ্রেস শিবিরে তাঁর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলটের দ্বন্দ্ব সুবিদিত।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:০০
Share: Save:

বুড়ো হাড়ে ভেলকি দেখালেন ‘জাদুকর’ অশোক গহলৌত। কর্নাটকে শাসক জোটের বিধায়ক ভাঙিয়ে এনে কংগ্রেস-জেডি(এস) সরকার ফেলে দিয়েছিল বিজেপি। মধ্যপ্রদেশ, রাজস্থানেও সেই চেষ্টা চলছিল বলে কংগ্রেস নেতারা অভিযোগ তুলছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ পাল্টা চালে বিজেপির দুই বিধায়ক ভাঙিয়ে এনেছিলেন। এ বার রাজস্থানের মুখ্যমন্ত্রী গহলৌত মায়াবতীর দল বিএসপি থেকে ছ’জন বিধায়ককে ভাঙিয়ে আনলেন।

রাজনীতিতে নামার আগে জাদু দেখাতেন গহলৌত। রাজস্থানের কংগ্রেস শিবিরে তাঁর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলটের দ্বন্দ্ব সুবিদিত। সেই পাইলটও আজ গহলৌতের ‘জাদু’তে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, বিএসপি বিধায়করা বিনা শর্তে কংগ্রেসে যোগ দিয়েছেন। কোনও মন্ত্রিত্ব বা সরকারি পদ চাননি।

২০০ আসনের রাজস্থান বিধানসভায় কংগ্রেস ১০০টি আসন জিতেছিল। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১০১ আসন। বাইরে থেকে বিএসপি-র ৬ জনের সমর্থন আর ১২ জন নির্দলের সমর্থন নিয়েই সরকার টিকেছিল। পাইলটের মন্তব্য, ‘‘বিএসপি বিধায়করা কংগ্রেসে যোগ দেওয়ায় এ বার বিজেপির পক্ষে অস্থিরতা তৈরি করা কঠিন।’’

কংগ্রেস, এসপি থেকে শুরু করে গোটা রাজনৈতিক শিবিরই ইদানীং মনে করছিল, মায়াবতী বিজেপির দিকেই ঝুঁকছেন। কংগ্রেসের বক্তব্য ছিল, সিবিআই-ইডি দিয়ে মায়াবতীর উপরে চাপ তৈরি করছে বিজেপি। আজ বিএসপি-র ৬ বিধায়ক কংগ্রেসে যোগ দেওয়ার পরে ক্ষুব্ধ মায়াবতীর অভিযোগ, কংগ্রেস ফের প্রমাণ করে দিল যে তারা বিশ্বাসের অযোগ্য, ‘ধোঁকাবাজ’-এর দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ashok Gehlot BSP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE