Advertisement
১৮ এপ্রিল ২০২৪

তামিলনাড়ুর মুখ্যসচিবের অফিস ও বাড়িতে আয়কর দফতরের হানা

কালো টাকার খোঁজে আয়কর বিভাগের তল্লাশি তামিলনাড়ুর মুখ্যসচিব রামমোহন রাওয়ের বাড়ি, দফতরে। চেন্নাই, বেঙ্গালুরু ও চিত্তুরে ছড়িয়ে থাকা রাও ও তাঁর নিকটাত্মীয়দের ১১টি ঠিকানায় বুধবার ভোর থেকে এই তল্লাশির পরেই টুইটারে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রামমোহন রাও

রামমোহন রাও

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৬ ০১:৪৪
Share: Save:

কালো টাকার খোঁজে আয়কর বিভাগের তল্লাশি তামিলনাড়ুর মুখ্যসচিব রামমোহন রাওয়ের বাড়ি, দফতরে। চেন্নাই, বেঙ্গালুরু ও চিত্তুরে ছড়িয়ে থাকা রাও ও তাঁর নিকটাত্মীয়দের ১১টি ঠিকানায় বুধবার ভোর থেকে এই তল্লাশির পরেই টুইটারে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর আঘাত করতেই কি এমন পদক্ষেপ করা হল?’’ বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতি’-র সমালোচনায় নেমেছেন তৃণমূল নেত্রী।

গত জুন মাসেই তামিলনাড়ুর মুখ্যসচিব পদে এসেছেন রামমোহন রাও। এডিএমকে নেতা ও শিল্পপতি জে শেখর রেড্ডির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। ডিসেম্বরের শুরুতেই শেখর ও তার এক সহযোগীর বাসভবন ও দফতরে তিন দিন ধরে তল্লাশি চালিয়েছিলেন আয়কর দফতর ও ইডির অফিসাররা। ঠিকানাগুলি থেকে ১৭০ কোটি টাকা উদ্ধার হয়, যার মধ্যে ছিল ২ হাজার টাকার নতুন নোট যার অঙ্ক ৩৪ কোটি। তল্লাশিতে মিলেছিল ১২৭ কেজি সোনা। নোট বাতিলের পরে দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছেন আয়কর অফিসাররা। তবে এখানেই সব থেকে বেশি ধনসম্পদ উদ্ধার হয়।

শেখর রেড্ডির সঙ্গে সম্পর্কের সূত্র ধরেই এ দিন ভোর থেকে রাওয়ের বাসভবন ও দফতর, আত্মীয়দের বাড়ি ও দফতরে তল্লাশি শুরু হয়। ভোর সাড়ে পাঁচটায় চেন্নাইয়ে মুখ্যসচিবের অন্না নগরের বাসভবনে পৌঁছন জনা কুড়ি আয়কর অফিসার। শেখর রেড্ডি বালির খাদানের ব্যবসার সঙ্গে যুক্ত। এই ব্যবসায় মুখ্যসচিব তাঁকে সহযোগিতা করেছেন বলেই সন্দেহ আয়কর অফিসারদের। এ দিনই শেখর রেড্ডি ও তার সহযোগী কে শ্রীনিবাসুলুকে গ্রেফতার করেছে সিবিআই।

মুখ্যসচিবের দফতর ও বাসভবনে তল্লাশি করে ৩০ লক্ষ টাকার নতুন নোট ও ৫ কেজি সোনা মিলেছে বলে আয়কর দফতর সূত্রের খবর। তল্লাশিতে আধা সামরিক বাহিনী সিআরপিএফের সাহায্য নেওয়া হয়। আয়করের ১০০ অফিসারও ছিলেন।

মুখ্যসচিবের বাড়ি তল্লাশির ঘটনাকে রাজ্যের অপমান হিসেবে তুলে ধরেছেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পনীরসেলভমের প্রতিক্রিয়া মেলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মন্তব্য করেছেন, ‘‘কেজরীবালের নেতৃত্বাধীন দিল্লি সরকারের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে তল্লাশি করে হেনস্থা করা হয়েছিল। এখন তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে হানার খবর এসেছে। কেন অনৈতিক ভাবে এমন প্রতিহিংসামূলক পদক্ষেপ করা হচ্ছে?’’ মমতার প্রশ্ন, ‘‘টাকা সংগ্রহের জন্য কেন অমিত শাহকে তল্লাশি করা হবে না?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Income Tax P Rama Mohana Rao
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE