Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আগরতলায় আজ শুরু সীমান্ত বৈঠক 

বৈঠকে উত্তর ত্রিপুরা, ধলাই ও উনকোটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ওই সব এলাকার সীমারক্ষী বিএএসফ কমান্ডাররা অংশ নেবেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ২৭ মে ২০১৯ ০১:৩৯
Share: Save:

দু’দেশের সীমান্ত বৈঠকে যোগ দিতে বাংলাদেশ থেকে ২২ জনের প্রতিনিধিদল আজ আগরতলায় এসেছে। চেকপোস্টে প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিকাশ সিংহ। আগামিকাল সকাল থেকে আগরতলায় রাজ্যের অতিথিশালায় দু’দিনের সীমান্ত বৈঠক শুরু হবে।

বৈঠকে উত্তর ত্রিপুরা, ধলাই ও উনকোটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ওই সব এলাকার সীমারক্ষী বিএএসফ কমান্ডাররা অংশ নেবেন। উত্তর ত্রিপুরার জেলা প্রশাসক এস কে জামাতিয়া ভারতীয় দলের নেতৃত্ব দিবেন। বাংলাদেশের প্রতিনিধিদলে মৌলবি বাজার, রাঙামাটি ও খাগরাছড়ি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তিন এলাকার বিজিবি ব্যাটালিয়ন পরিচালকেরা রয়েছেন। জেলাগুলোর সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারাও (ইউএন) দলে আছেন।

বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন মৌলবি বাজার জেলার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। তিনি জানিয়েছেন, সীমান্তে চোরাচালান এবং মাদক পাচার প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোখা, সীমান্তের পুরনো পিলার সংস্কার এবং প্রয়োজন মতো নতুন পিলার স্থাপনের বিষয়গুলি বৈঠকে গুরুত্ব পাবে। উভয় দেশের অপরাধীরা যাতে সীমান্ত পেরিয়ে আশ্রয় না-নিতে পারে বা অপরাধ করতে না-পারে— সে বিষয়েও আলোচনা হবে বৈঠকে।

পাশাপাশি, ত্রিপুরা থেকে যাতে রোহিঙ্গাদের বাংলাদেশে না-পাঠানো হয়, ও-পারের প্রতিনিধিরা সেই প্রসঙ্গও তুলবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE