India creates pressure on Pakistan regarding Zakiur Rehman Lakhvi - Anandabazar
  • সংবাদ সংস্থা
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

লকভি নিয়ে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ ভারত

Advertisement

২০০৬ সালের মুম্বই হামলায় অভিযুক্ত জাকিউর রহমান লকভির মুক্তি নিয়ে পাকিস্তানের উপরে চাপ বাড়াল ভারত। রাষ্ট্রপুঞ্জকে লেখা চিঠিতে দিল্লির তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিয়ম ভেঙে মুক্তি পেয়েছে লস্কর-ই-তইবা নেতা লকভি। তাই রাষ্ট্রপুঞ্জের উচিত বিষয়টি নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলা। মুম্বই হামলার অন্যতম চক্রী হিসেবে পরিচিত লকভিকে ৯ এপ্রিল মুক্তি দেয় পাকিস্তানের আদালত। ভারতের দাবি, লকভির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ ইসলামাবাদকে দেওয়া হয়েছে। কিন্তু পাক সরকার তা আদালতে পেশই করেনি। কারণ, লকভিকে শাস্তি দিতে উৎসাহী নয় ইসলামাবাদ। লকভির মুক্তিতে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশও। ওই লস্কর নেতাকে ফের গ্রেফতার করার জন্য ইসলামাবাদকে চাপও দেয় ওয়াশিংটন। এ বার বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হল ভারত। রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা কমিটিতে গৃহীত প্রস্তাব অনুযায়ী, আল-কায়দা, লস্করের মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংগঠন নিষিদ্ধ। তাদের সম্পত্তিও আটক করতে হবে। ওই কমিটিকে লেখা চিঠিতে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় জানিয়েছেন, এই নিয়ম ভেঙেই লকভির জামিনের জন্য অর্থ দেওয়া হয়েছে।  

সবাই যা পড়ছেন

Advertisement

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন
বাছাই খবর

সবাই যা পড়ছেন

আরও পড়ুন