Advertisement
২৫ এপ্রিল ২০২৪
India Lockdown

ডিএ: সমালোচনায় রাহুল

মহার্ঘ ভাতা বৃদ্ধি স্থগিতের প্রতিবাদ জানিয়ে সিটু, এআইটিইউসি-র মতো শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এতে বেসরকারি সংস্থাগুলি বেতন ছাঁটাইয়ে উৎসাহিত হবে।

রাহুল গাঁধী।—ফাইল চিত্র

রাহুল গাঁধী।—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০৪:০৪
Share: Save:

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতা করল কংগ্রেস। রাহুল গাঁধীর অভিযোগ, এই সিদ্ধান্ত অমানবিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুলেট ট্রেন প্রকল্প বা রাজধানী দিল্লিকে সাজানোর প্রকল্প বাতিল না-করে, করোনার মোকাবিলা করা জনগণের সেবারত কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কাটছেন।

মহার্ঘ ভাতা বৃদ্ধি স্থগিতের প্রতিবাদ জানিয়ে সিটু, এআইটিইউসি-র মতো শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এতে বেসরকারি সংস্থাগুলি বেতন ছাঁটাইয়ে উৎসাহিত হবে। রাজ্য সরকারগুলিও একই পথে হাঁটবে। কংগ্রেসের যুক্তি, প্রায় ১ কোটি ১৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের অধিকাংশই মধ্যবিত্ত। বেতন-পেনশনই তাঁদের আয়ের একমাত্র উৎস। মোদী সরকার দেড় বছরের জন্য তাঁদের ডিএ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অথচ নতুন সংসদ ভবন, প্রধানমন্ত্রীর নতুন বাসভবন, নতুন দফতর, সরকারি দফতর তৈরি ও রাজপথের দু’পাশ ঢেলে সাজানোর ২০ হাজার কোটি টাকার প্রকল্প বা ১.১০ লক্ষ কোটি টাকার বুলেট ট্রেনের প্রকল্প বাতিল করছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Lockdown Rahul Gandhi DA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE