Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ক্ষুব্ধ দিল্লি

পাক অধিকৃত কাশ্মীরে ভোট

পাক অধিকৃত কাশ্মীরে ভোটের প্রস্তাবকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে টানাপড়েন শুরু হয়ে গিয়েছে। জুন মাসের আট তারিখে এই এলাকার গিলগিট-বালটিস্তানে আইনসভার নির্বাচনের দিন ঘোষণা করেছে পাকিস্তান। যা নিয়ে তুমুল আপত্তি তুলেছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই পদক্ষেপকে ‘অবৈধ অনুপ্রবেশ জোর করে ঢেকে দেওয়ার চেষ্টা’ আখ্যা দিয়েছেন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও ইসলামাবাদ শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৩:১৩
Share: Save:

পাক অধিকৃত কাশ্মীরে ভোটের প্রস্তাবকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে টানাপড়েন শুরু হয়ে গিয়েছে। জুন মাসের আট তারিখে এই এলাকার গিলগিট-বালটিস্তানে আইনসভার নির্বাচনের দিন ঘোষণা করেছে পাকিস্তান। যা নিয়ে তুমুল আপত্তি তুলেছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই পদক্ষেপকে ‘অবৈধ অনুপ্রবেশ জোর করে ঢেকে দেওয়ার চেষ্টা’ আখ্যা দিয়েছেন।

পাক অধিকৃত কাশ্মীরের অধিকারের দাবি এ দিন জোরালো ভাবে তুলে ধরেছে দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপের ব্যাখ্যা, ‘‘এখানকার মানুষের রাজনৈতিক অধিকারে বারবার হস্তক্ষেপ করছে পাকিস্তান। এই এলাকাকে গ্রাস করার মানসিকতা নিয়েই এগিয়ে চলেছে তারা।’’ গোটা বিষয়টি নিয়ে ভারত যে ক্ষুব্ধ, তা জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এ দিন আবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ কাশ্মীরই ভারতের। তাই গিলগিট-বালটিস্তান আলাদা কিছু নয়, সেই এলাকাও ভারতেরই অংশ।

শুধু ভোটের কথা নয়, পাক অধিকৃত কাশ্মীরে চিন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে বাণিজ্যিক করিডর গড়ে তোলা নিয়েও আপত্তি জানিয়েছিল সাউথ ব্লক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেজিং সফরের সময়ে চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের কাছে এ নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন। এ নিয়েও ভারতকে আজ খোঁচা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর দাবি, নয়াদিল্লির আপত্তি উড়িয়ে দিয়েছে বেজিং। পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে ৪ হাজার ৬০০ কোটি ডলারের এই প্রকল্পে ‘তৃতীয় পক্ষের’ কোনও ভূমিকা নেই বলেই দাবি করছে চিন। নওয়াজ এ দিন একেই আরও উস্কে দিতে চেয়েছেন।

এরই মধ্যে ইসলামাবাদ দাবি করেছে, কোনও শর্ত মেনে ভারতের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করার পক্ষপাতী নয় তারা। কয়েকটি শর্তকে সামনে এনে সম্প্রতি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছিলেন। আজ পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ দাবি করেছেন, ভারতই কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। তাঁর মতে, নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনাগুলি ভারতের দিক থেকেই হচ্ছে।

ঘটনা হল, গত কয়েক দিনে নিয়ন্ত্রণরেখা ও সীমান্ত বরাবর একাধিক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি তৈরি করার জন্য পাকিস্তানের ভূমিকার নিন্দা করেছে সাউথ ব্লক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Islamabad Pakistan Kashmir poll issue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE