Advertisement
২০ এপ্রিল ২০২৪

অন্ধ্রে আরও ঘাঁটি চায় বায়ুসেনা

চিনের কার্যকলাপের ফলে পূর্ব উপকূলে নজরদারিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। তাই অন্ধ্রপ্রদেশে একাধিক নতুন ঘাঁটি গড়ার পরিকল্পনা নিয়ে সে রাজ্যের সরকারের সঙ্গে আলোচনা শুরু করল বায়ুসেনা।

সংবাদ সংস্থা
অমরাবতী শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৯
Share: Save:

চিনের কার্যকলাপের ফলে পূর্ব উপকূলে নজরদারিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। তাই অন্ধ্রপ্রদেশে একাধিক নতুন ঘাঁটি গড়ার পরিকল্পনা নিয়ে সে রাজ্যের সরকারের সঙ্গে আলোচনা শুরু করল বায়ুসেনা।

বর্তমানে চেন্নাইয়ের কাছে আরাক্কোনামে বায়ুসেনা ও বিশাখাপত্তনমে নৌসেনার ঘাঁটি রয়েছে। সরকারি সূত্রে খবর, প্রকাশম জেলার ডোনাকোন্ডায় একটি হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র ও অনন্তপুর জেলায় একটি ড্রোন নির্মাণ কেন্দ্র গড়তে চায় বায়ুসেনা। তা ছাড়া রাজামুন্দ্রি ও বিজয়ওয়াড়া বিমানবন্দরকেও নিজেদের কাজে ব্যবহার করার প্রস্তাব দিয়েছে তারা। সেই সঙ্গে রাজধানী অমরাবতীতে একটি সাইবার সুরক্ষা কেন্দ্র তৈরিরও পরিকল্পনা রয়েছে তাদের। রাজ্য প্রশাসনের শীর্ষ সূত্রে খবর, বিষয়টি নিয়ে বায়ুসেনার সঙ্গে সমন্বয়ের জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করেছে চন্দ্রবাবু নায়ডুর সরকার। ইতিমধ্যেই বায়ুসেনার সঙ্গে তিন দফা আলোচনা হয়েছে। বায়ুসেনা কর্তারা জানাচ্ছেন, পূর্ব উপকূলে নজরদারি ছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে অন্ধ্রের ওই ঘাঁটিগুলি থেকে দ্রুত ত্রাণকার্যে সাহায্য করতে পারবে বাহিনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE