Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Indian Army

অনুপ্রবেশের অপেক্ষায় ৩০০ জঙ্গি, সতর্ক সেনা

উত্তর কাশ্মীরে জঙ্গিদের ছক ভেস্তে দিতে নিরাপত্তা আঁটোসাটো করছে সেনা। 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বারামুলা শেষ আপডেট: ১২ জুলাই ২০২০ ০২:৪১
Share: Save:

ভারতে অনুপ্রবেশের জন্য নিয়ন্ত্রণরেখা বরাবর সুযোগের অপেক্ষায় রয়েছে অন্ততপক্ষে তিনশো জঙ্গি। জম্মু ও কাশ্মীরের বারামুলার নওগাম সেক্টর পেরিয়ে তারা যে কোনও সময়ে এ দেশে ঢুকে পড়তে পারে বলে আজ সতর্ক করলেন সেনার এক শীর্ষ কর্তা। আর এই সতর্কবার্তা মিলতেই উত্তর কাশ্মীরে জঙ্গিদের ছক ভেস্তে দিতে নিরাপত্তা আঁটোসাটো করছে সেনা।

আজ বারামুলায় সেনার ১৯ ইনফ্যান্ট্রি ডিভিশনের মেজর জেনারেল বীরেন্দ্র বাট বলেছেন, ‘‘সীমান্ত লাগোয়া লঞ্চপ্যাডগুলিতে জঙ্গিদের আনাগোনা তুঙ্গে। আমাদের অনুমান, কম করে আড়াই’শো থেকে তিনশো জঙ্গি ভারতে ঢোকার জন্য প্রস্তুত রয়েছে।’’ আজ সকালেও কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের বড়সড় ছক ভেস্তে দেয় সেনা। নিহত হয়েছে সশস্ত্র দুই জঙ্গি। তাদের থেকে ভারতীয় ও পাকিস্তানি মুদ্রায় লাখ দেড়েক টাকা উদ্ধার হয়েছে বলে জানান বাট। অনুপ্রবেশ রুখতে সীমান্ত ঘিরে থাকা বেড়া কেটে সামরিক পোশাকে ওই এলাকায় ঢুকে পড়েছিল জঙ্গিরা। ওই সেনাকর্তা বলেন, ‘‘নওগাম সেক্টরে পাকিস্তানি পোস্টের দিক থেকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সতর্ক হয়ে যায় বাহিনী। দ্রুত তৎপর হওয়ায় বড় সড় বিপদ রোখা গিয়েছে।’’

জেনারেল বাটের বক্তব্য, ওই জঙ্গিরা যে পাকিস্তানের মদতেই ভারতে ঢোকার চেষ্টা করছিল সে নিয়ে কোনও সন্দেহ নেই। নিহত ওই জঙ্গিদের থেকে দু’টি একে ৪৭ রাইফেল, ৩৫০ রাউন্ড গুলি-সহ বাকি উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র দেখে মনে করা হচ্ছে উপত্যকায় আত্মঘাতী হামলা চালানোর উদ্দেশ্য নিয়েই ঢোকার চেষ্টা করেছিল তারা। তা ছাড়া, ওই সেনাকর্তার এ-ও জানাচ্ছে, জঙ্গিরা সংখ্যায় একের অধিক আসার অর্থ তারা নির্দিষ্ট কোনও হামলার ছক নিয়েই এসেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Army Terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE