Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রেলের টনক নড়ল, জারি নির্দেশিকা

দশেরার রাতে অমৃতসরে রেললাইনে দাঁড়িয়ে রাবণ দহন দেখতে মগ্ন ভিড়ের উপর দিয়ে ট্রেন চালিয়ে নিয়ে গিয়েছিলেন চালক। তাঁর দাবি, বাঁক পেরিয়ে লাইনে ভিড় দেখতে পেয়ে ব্রেক কষেছিলেন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ০৪:০১
Share: Save:

দশেরার রাতে অমৃতসরে ট্রেন দুর্ঘটনার কোনও দায়ই স্বীকার করেনি রেল। তদন্তও হয়নি। ঘটনার ছ’দিন পরে টনক নড়ল রেলের। উৎসবের দিনগুলিতে কী কী বিষয়ে ট্রেনচালক, লেভেল ক্রসিংয়ের রক্ষী ও অন্য সংশ্লিষ্ট রেলকর্মীদের সতর্ক থাকতে হবে তার একটি বিস্তারিত নির্দেশিকা জারি করা হল।

দশেরার রাতে অমৃতসরে রেললাইনে দাঁড়িয়ে রাবণ দহন দেখতে মগ্ন ভিড়ের উপর দিয়ে ট্রেন চালিয়ে নিয়ে গিয়েছিলেন চালক। তাঁর দাবি, বাঁক পেরিয়ে লাইনে ভিড় দেখতে পেয়ে ব্রেক কষেছিলেন। কিন্তু তাতে ৬২ জনের মৃত্যু ঠেকাতে পারেননি। কারণ, ট্রেন ছুটছিল ঘণ্টায় ৯১ কিলোমিটার গতিতে। কাছের লেভেল ক্রসিংয়ের রক্ষীও ভিড়ের বিষয়ে আগের স্টেশনকে কিছু জানাননি। রেল তবু দায় নেয়নি দুর্ঘটনার। আজ ওই নির্দেশিকার মাধ্যমে কার্যত দায় স্বীকার করে নিল পরোক্ষে।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, উৎসবের সময়ে লাইনে ভিড় দেখলে গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। কাছের স্টেশনকে অবশ্যই তা জানাতে হবে। পরের স্টেশনে লিখিত ভাবেও জানাতে হবে সে কথা। উৎসবের মরসুমে লেভেল ক্রসিং পার হওয়ার সময়ে সমানে হর্ন দিয়ে যেতে হবে। লাইনে ভিড় দেখলে কর্তৃপক্ষকে জানাতে হবে আরপিএফ কর্মীদেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amritsar Accident Railway Circular
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE