Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Union Budget

ভোটের আগে রাজনৈতিক বাজেট

যেমন ভাবা হয়েছিল তেমনটাই হল। সামনের বছরের লোকসভা ভোটকে সামনে রেখে একেবারে নির্বাচনী বাজেট পেশেই মনোনিবেশ করলেন অরুণ জেটলি।

সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি: পিটিআই।

সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৬
Share: Save:

যেমন ভাবা হয়েছিল তেমনটাই হল। সামনের বছরের লোকসভা ভোটকে সামনে রেখে একেবারে নির্বাচনী বাজেট পেশেই মনোনিবেশ করলেন অরুণ জেটলি।

গুজরাত ভোটে গ্রামে ধাক্কা খাওয়াটা ছিল নরেন্দ্র মোদীদের জন্য বড় অশনি সঙ্কেত। আর বাজেটের দিনেই ঘোষিত রাজস্থানের তিনটে উপনির্বাচনের ফলও বিজেপির পক্ষে বেশ উদ্বেগের হল। গুজরাতের ফল বেরোনোর পর অনেকেই বলেছিলেন— গ্রাম, কৃষি এবং গরিব মানুষের মন পেতে অরুণ জেটলি এ বার ঝাঁপাবেন।

হলও তাই। অর্থমন্ত্রী কৃষি এবং গ্রামোন্নয়নের জন্য ‘কল্পতরু’ তো হলেনই, চমক দিলেন গরিব মানুষের জন্য বিশাল এক স্বাস্থ্যবিমার ঘোষণা করে।

কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা হল বৃহস্পতিবারের বাজেটে, দেখে নিন সংক্ষেপে:

• বছরে ২৫০ কোটি টাকা পর্যন্ত মূলধনী আবর্তন যে সব সংস্থার, সেই সব সংস্থার জন্য কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হল।

• মাঝারি, ক্ষুদ্র এবং অতিরিক্ত উদ্যোগের জন্য কর্পোরেট কর ছাড়।

ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার ক্ষমতা বেড়েছে ৫ লক্ষ কোটি টাকা: অর্থমন্ত্রী।

৪ শতাংশ স্বাস্থ্য এবং শিক্ষা সেস।

• ব্যক্তিগত আয়করে কোনও পরিবর্তন হল না।

বেতনভুকদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশান ৪০ হাজার টাকা: অর্থমন্ত্রী।

আয়কর বাবদ ৯০ হাজার কোটি টাকা বেশি আদায় হয়েছে: জেটলি।

• আয়কর জমা দেওয়ার প্রবণতা অনেক বেড়েছে: জেটলি।

আগামী অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপি-র ৩.৩ শতাংশ বেঁধে রাখা হবে: জেটলি।

• চলতি বর্ষে ন্যূনতম ২৫ হাজার যাত্রী সংখ্যা হলেই স্টেশনে এসকালেটর: অর্থমন্ত্রী।

• অর্থবর্ষে চালু হবে নতুন ট্রেন সেট ব্যবস্থা।

• সংস্কার করা হবে বেঙ্গালুরুর রেল যোগাযোগও।

মুম্বইতে ৯০ কিলোমিটার নতুন রেলপথের প্রস্তাব।

• বেশিরভাগ কামরায় ওয়াই ফাই ও সিসিটিভি রাখার প্রস্তাব।

টিভিতে অরুণ জেটলির বাজেট শুনছেন শিল্পমহল, সিআইআই (কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি)-এর পূর্বাঞ্চলীয় সদর দফতর।

সব ক্ষেত্রের নতুন কর্মীদের বেতনের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ড হিসাবে ৩ বছরের জন্য দেবে সরকার।

রেলের জন্য বরাদ্দ ১ লক্ষ ৪৮ হাদার কোটি টাকা।

• প্রহরীবিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়া হবে।

২৪টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ।

• বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা ৮০ হাজার কোটি: অর্থমন্ত্রী।

৬০০ রেল স্টেশন উন্নত করা হচ্ছে।

• কুয়াশায় যাত্রী সুরক্ষা বাড়ানোর জন্য যন্ত্র লাগানো হচ্ছে।

যাত্রী সুরক্ষা ও রেলের পরিকাঠামোর উপরে বিশেষ নজর।

• স্মার্টসিটি প্রকল্পে ৯৯টি শহরের জন্য ২ লক্ষ ৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।

মাঝারি, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোগের জন্য বরাদ্দ হল ৩৯৭৪ কোটি টাকা।

বস্ত্রশিল্পের উন্নয়েন ৭১৪৮ কোটি টাকা বরাদ্দ।

তফসিলি উপজাতির উন্নয়নে ৩০৫টি কর্মসূচিতে ৩২ হাজার ৫০৮ কোটি টাকা বরাদ্দ।

তফসিলি জাতির উন্নয়নে ২৭৯টি কর্মসূচিতে ৫২ হাজার ৭১৯ কোটি টাকা বরাদ্দ।

শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে আগামী চার বছরে মোট ১ লক্ষ কোটি টাকা খরচ করা হবে।

কৃষিঋণ ১১ লক্ষ কোটি টাকা।

• প্রধানমন্ত্রী জনধন যোজনার সুবিধা আরও অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।

• গ্রামীণ এলাকায় এক কোটি নতুন বাড়ি বানানো হবে: অর্থমন্ত্রীযক্ষ্মা রোগীদের পৌষ্টিক সহায়তা দিতে ৬০০ কোটি টাকা।

প্রতিটি রাজ্যে অন্তত একটি সরকারি মেডিক্যাল কলেজ।

প্রতি তিনটি লোকসভা কেন্দ্রের জন্য অন্তত একটি করে মেডিক্যাল কলেজ।

• জাতীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনায় পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা করে দেবে সরকার।

• ১০ কোটি পরিবার জাতীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় আসবেন।

মৌলিক স্বাস্থ্য পরিষেবা খাতে ১২০০ কোটি টাকা বরাদ্দ।

গোটা দেশে ২ কোটি নতুন শৌচাগার তৈরি হবে আগামী অর্থবর্ষে।

• উপজাতি এলাকার জন্য ‘একলব্য বিদ্যলয়’ তৈরি করা হবে।

• গুজরাতের বদোদরায় রেলওয়ে বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব।

• জাতীয় জীবিকা মিশন খাতে ৫৭৫০ কোটি টাকা বরাদ্দ হল।

• প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা খাতে ১৬ হাজার কোটি টাকা খরচ করা হবে।

দেশের সব ঘরে বিদ্যুত্ পৌঁছে দিতে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার আওতায় ৮ কোটি এলপিজি সংযোগ দেবে সরকার।

• বাঁশ উত্‌পাদন এবং বাঁশনির্ভর শিল্পের উন্নতির জন্য বরাদ্দ ১২৯০ কোটি টাকা।

• মত্‌স্যচাষ ও পশুপালনের উন্নতির জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল।

• মত্‌স্যচাষ ও পশুপালনের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদেরও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে।

• অপারেশন গ্রিন খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ।

• গত অর্থবর্ষে বরাদ্দ ছিল ৭১৫ কোটি টাকা। এ বার ১৪০০ কোটি টাকা বরাদ্দ করা হল।

• খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে বরাদ্দ দ্বিগুণ করা হল।

• কৃষিজ পণ্যের বাজার তৈরির জন্য দু’হাজার কোটি টাকা বরাদ্দ করল সরকার।

• আমাদের কৃষকদের ৮৬ শতাংশ হলেন ক্ষুদ্র এবং প্রান্তিক। তাঁদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী।

• ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দিলেই কাজ শেষ হয় না। উত্‌পাদন মূল্যের অন্তত দেড়গুণ হবে ন্যূনতম সহায়ক মূল্য।: জেটলি

• কৃষিজ উত্‌পাদন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে: অর্থমন্ত্রী।

• কৃষকদের আয় বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী।

• দরিদ্র এবং মধ্যবিত্তের জীবনকে আরও সহজ করে তোলার উপর জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী।

• আগামী অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ থেকে ৭.৫ শতাংশে পৌঁছে যাবে বলে আশা করছি: জেটলি।

• ৮ শতাংশ হারে আর্থিক বৃদ্ধির লক্ষ্যে এগবে সরকার: জেটলি।

• সরকারের অর্থনৈতিক সংস্কার, আর্থিক বৃদ্ধির হার বাড়াবে: অর্থমন্ত্রী।

• আমরা খুব শীঘ্রই পঞ্চম বৃহত্তম অর্থনীতি হব: বললেন অরুণ জেটলি।

• আমাদের সরকার সফল ভাবে মৌলিক আর্থিক কাঠামোর সংস্কার করেছে-বললেন জেটলি।

• সরকারের সংস্কারমুখী পদক্ষেপ এফডিআই বাড়িয়েছে-বললেন অরুণ জেটলি।

• ভারত এখন ২.৫ ট্রিলিয়ন (২,৫০,০০০ কোটি) ডলারের অর্থনীতি-বলেন অর্থমন্ত্রী।

• এটা পৃথিবীর সপ্তম বৃহত্তম অর্থনীতি-বললেন জেটলি।

• বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সূচক। ১৪০ পয়েন্ট উপরে খুলেছে সেনসেক্স।

• গত বছরই রেল বাজেট মিশিয়ে দেওয়া হয়েছিল সাধারণ বাজেটে। এই নিয়ে দ্বিতীয় বার রেলের ব্যয় বরাদ্দও ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রীই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Union Budget Central Budget Budget 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE