Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Indira Banerjee

সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা!

বেঞ্চে ৩০ অগস্ট মামলাটির শুনানি চলার সময় প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী ইন্দিরা এই কথা জানান।

ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩০
Share: Save:

প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল তাঁকে। এমন অভিযোগ জানালেন শীর্ষ আদালতের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। হোটেল রয়্যাল প্লাজা সংক্রান্ত একটি মামলায় তাঁকে প্রভাবিত করা চেষ্টা হয়েছে বলে তাঁর অভিযোগ।

বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে ৩০ অগস্ট মামলাটির শুনানি চলার সময় বিচারপতি এ কথা জানান।

তবে প্রবীণ আইনজীবী শ্যাম দিভান বিচারপতি বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন, যেন তিনি মামলা থেকে সরে না দাঁড়ান।

আরও পড়ুন: নগ্ন ছবি প্রকাশ্যে আসার আগেই প্রাক্তন প্রেমিককে কী ভাবে খুন করেছিল দিল্লির এই যুবতী

তিনি বলেন, আদালতকে প্রভাবিত করার যে কোনও চেষ্টাই অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তাঁকে এই মামলার বিষয়ে ফোন করা হয়েছিল, কথা বলার সময় এমনটাও ইঙ্গিত দেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘খায় না যে, তারও খাতা থাকে’

সুপ্রিম কোর্টের ইতিহাসে কিছুদিন আগেই দেশের অষ্টম মহিলা বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন ইন্দিরা। কলেজিয়ামের প্রস্তাব মেনে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি বিনীত শরণ এবং উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে এম জোসেফকেও সুপ্রিম কোর্টের বিচারপতি করা হয়েছে।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন। )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE