Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আমেরিকায় বৈঠকে বসছে ভারত-পাক

ঘটনাটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। কূটনৈতিক সূত্রের মতে, এর পিছনে রয়েছে আন্তর্জাতিক উদ্যোগ। বৈঠকটি হচ্ছে একটি তৃতীয় দেশে, আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে। বিশ্বব্যাঙ্কের তত্ত্বাবধানে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ০৩:০১
Share: Save:

পাকিস্তানে চলছে রাজনৈতিক অস্থিরতা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এই অবস্থায় দু’দেশের মধ্যে কোনও পর্যায়ের বৈঠকের সম্ভাবনা দূর অস্ত। কিন্তু এই আবহের মধ্যেই বসতে চলেছে দু’দেশের মধ্যে সিন্ধু জল চুক্তির অধীনে দু’টি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বৈঠক।

ঘটনাটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। কূটনৈতিক সূত্রের মতে, এর পিছনে রয়েছে আন্তর্জাতিক উদ্যোগ। বৈঠকটি হচ্ছে একটি তৃতীয় দেশে, আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে। বিশ্বব্যাঙ্কের তত্ত্বাবধানে। উরি হামলা এবং তার পর ভারতের পাল্টা সার্জিকাল স্ট্রাইকের পরে এই সিন্ধু জল চুক্তিই বাতিল করে দিতে পারে ভারত — এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু মুখে বললেও এমন কোনও পদক্ষেপ যে সাউথ ব্লক করবে না, সেটিও ক্রমশ স্পষ্ট হয়ে যায়। কারণ এই চুক্তির সঙ্গে ভারতের, বিশেষ করে কাশ্মীরের স্বার্থ সরাসরি যুক্ত। তাই বিবাদের জায়গাগুলি থাকা সত্ত্বেও মতপার্থক্যের জায়গাগুলির সমাধান করতে চাইছে ভারত।

বৈঠকের জন্য কেন্দ্রীয় জলসম্পদ সচিব অমরজিৎ সিংহ ওয়াশিংটন পৌঁছেছেন। থাকছেন আমেরিকায় অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনাও। পাকিস্তানের পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্তারা পৌঁছে দিয়েছেন। ভারতীয় সময় আজ গভীর রাতে বৈঠকটি হওয়ার কথা। বৈঠককে স্বাগত জানিয়ে বিশ্বব্যাঙ্কের অন্যতম শীর্ষ কর্তা অ্যানেট ডিক্সন একটি চিঠিতে জানিয়েছেন, ‘‘বিশ্বব্যাঙ্ক দু’দেশের শুভবুদ্ধি এবং সহযোগিতার মনোভাবকে স্বাগত জানাচ্ছে।
এই চুক্তিকে সুরক্ষিত করতে এবং এগিয়ে নিয়ে যেতে দু’দেশই প্রস্তুত হয়ে আসুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Pakistan Indus Water Treaty Meeting US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE