Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভ

উত্তর পূর্বে বিজেপির নেতৃত্বাধীন নেডা জোটের চেয়ারম্যান তথা অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তো স্পষ্টই করে দিয়েছেন, বিল নিয়ে মোটের উপরে খুশি উত্তর-পূর্ব। তেমন কোনও আন্দোলনের আশঙ্কাও অসম সরকার করছে না। 

মিছিল: নাগরিকত্ব বিলের প্রতিবাদে আইএনপিটির রাস্তা অবরোধ। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

মিছিল: নাগরিকত্ব বিলের প্রতিবাদে আইএনপিটির রাস্তা অবরোধ। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি ও আগরতলা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ ০৩:২২
Share: Save:

নাগরিকত্ব বিলের প্রতিবাদে অসমে আসু, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, এজেওয়াইসিপি-সহ বিভিন্ন সংগঠন, কংগ্রেস, এআইইউডিএফ বিলের বিরোধিতা করলেও আন্দোলনের তীব্রতা কমছে। আজ বিধানসভা চলাকালীন বাইরে বিক্ষোভ দেখায় বিভিন্ন সংগঠন। বিক্ষোভ চলছে রাজ্য জুড়েই। কিন্তু গত বারে আন্দোলন যে রকম সর্বাত্মক ছিল, এ বার তাতে এখনও পর্যন্ত ভাটার টান।

উত্তর পূর্বে বিজেপির নেতৃত্বাধীন নেডা জোটের চেয়ারম্যান তথা অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তো স্পষ্টই করে দিয়েছেন, বিল নিয়ে মোটের উপরে খুশি উত্তর-পূর্ব। তেমন কোনও আন্দোলনের আশঙ্কাও অসম সরকার করছে না।

অন্য দিকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় এ দিন ত্রিপুরায় ১২ ঘণ্টার জাতীয় সড়ক ও রেল অবরোধ করল জনজাতি রাজনৈতিক দল, ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অফ তুইপ্রা (আইএনপিটি)। পুলিশ ও প্রশাসনিক কর্তারা গত কাল থেকেই ঘটনাস্থলে হাজির ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, ‘‘প্রকৃত ভারতীয়দের স্বার্থেই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Citizenship Amendment Bill CAB INTP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE