Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নীতীশ, মোদীর জোটকে কটাক্ষ

এত দিনের মোদী-বিরোধী ‘মুখ’ নীতীশ কুমার এখন সেই বিজেপির সঙ্গে আসতেই তাই উড়ে এল শিবসেনার কটাক্ষ। প্রধানমন্ত্রী-অমিত শাহকে তো বটেই, মোদীর হাত শক্ত করায় নীতীশকেও খোঁচা দিল শিবসেনা।

ফেরা: বিহার বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার পটনায়। ছবি: পিটিআই।

ফেরা: বিহার বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার পটনায়। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০৩:৪০
Share: Save:

নরেন্দ্র মোদীর সঙ্গে ঘর করে মহারাষ্ট্রে ‘বড় দাদা’ থেকে ‘ছোট ভাই’ হয়েছে শিবসেনা। এত দিনের মোদী-বিরোধী ‘মুখ’ নীতীশ কুমার এখন সেই বিজেপির সঙ্গে আসতেইতাই উড়ে এল শিবসেনার কটাক্ষ। প্রধানমন্ত্রী-অমিত শাহকে তো বটেই, মোদীর হাত শক্ত করায় নীতীশকেও খোঁচা দিল শিবসেনা।

দিল্লিতে শিবসেনার এক নেতা বলেন, ‘‘মোদীর বিরোধিতা করে এনডিএ ছেড়েছিলেন নীতীশ। তিনি যখন এনডিএতে ছিলেন, তখন মোদী জমানা শুরু হয়নি। এখন তিনি টের পাবেন, কী ভুলটাই না করেছেন। অচিরেই বিজেপি গ্রাস করবে তাঁকে।’’ মোদীর সঙ্গে ঘর করার অভিজ্ঞতা থেকে শিবসেনা বুঝতে পারছে, নীতীশের ভবিষ্যত কী হতে চলেছে। সকালে দলের মুখপত্র ‘সামনা’তেই তাই কাউকে ছেড়ে কথা বলেনি উদ্ধব ঠাকরের দল। নীতীশকে খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘‘অন্তরাত্মার আওয়াজ এখন তাঁকে এনডিএতে এনেছে। রাজনীতিতে আর কোনও আদর্শ বা নৈতিকতা নেই। গোরক্ষকদের তাণ্ডব নিয়ে নীতীশের কী মত, বিজেপির জিজ্ঞাসা করা উচিত।’’ মোদী-শাহকে বিঁধে ‘সামনা’য় লেখা হয়েছে, ‘‘এই জোট সম্ভবত পাকিস্তানকে খুশি করবে। অমিত শাহ আগে বলেছিলেন, নীতীশ কুমার জিতলে পাকিস্তান উৎসব করবে। তা হলে পাকিস্তানে কি এখন উৎসব হচ্ছে? নীতীশের সঙ্গে জোট বেঁধে পাকিস্তানকে আনন্দ করার সুযোগ করে দিয়েছে বিজেপি।’’

‘সামনা’-র মতে, মোদী-শাহ বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মুখকেও কেড়ে নিলেন। এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন নীতীশ। সেই সব আক্রমণ কি মুছে গিয়েছে? ঘরোয়া মহলে বিজেপি অবশ্য বলছে, গত কাল থেকে জেডিইউ সদস্যদের মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনার কথা প্রচার হওয়ার পর থেকেই হতাশা বেড়েছে শিবসেনার। তাই তারা চিরাচরিত চাপের রাজনীতি করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE