Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জগন্নাথ মন্দির নিয়ে মামলার পথে ভিএইচপি

কিছু নিয়ম মানলে জগন্নাথ মন্দিরে সব ধর্মের মানুষকে ঢুকতে দেওয়ার বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে বৃহস্পতিবার বিবেচনা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

পুরীর জগন্নাথ মন্দির

পুরীর জগন্নাথ মন্দির

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০২:০৯
Share: Save:

পুরীর জগন্নাথ মন্দিরে অ-হিন্দুদের ঢোকার তীব্র প্রতিবাদ করল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এই ব্যাপারে সুপ্রিম কোর্টকে তাদের নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানানো হবে বলেও শনিবার জানিয়েছেন ওড়িশার ভিএইচপি নেতৃত্ব। ভিএইচপি-র ওড়িশার কার্যনির্বাহী সভাপতি বদ্রীনাথ পট্টনায়ক বলেন, ‘‘মন্দির নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পুরীর গজপতি রাজা দিব্যসিংহ দেব এবং পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর উচিত নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া।’’

কিছু নিয়ম মানলে জগন্নাথ মন্দিরে সব ধর্মের মানুষকে ঢুকতে দেওয়ার বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে বৃহস্পতিবার বিবেচনা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বদ্রীনাথ বলেছেন, ‘‘এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আমরা সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চে আবেদন জানাব।’’ জগন্নাথ মন্দিরের বিষয়টিকে সামনে রেখে নবীন পট্টনায়কের সরকারকে বিধানসভা ভোটের আগে প্যাঁচে ফেলতে চাইছে বিজেপি। নবীনের দল এখনও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Puri Jagannath temple পুরী
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE