Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

চালকবিহীন এই বাস তৈরি করে চমকে দিলেন পঞ্জাবের ছাত্ররা

চালকবিহীন স্মার্ট বাস তৈরি করে তাক লাগিয়ে দিলেন পঞ্জাবের এক বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন ছাত্র। লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০৬তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের (আইএসসি) সমাবেশে ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রদের হাতে তৈরি বাসটি সাজিয়েও রাখা হয়েছিল।

বিমানবন্দর চত্বরে ব্যবহার করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাসের জুড়ি মেলা ভার।

বিমানবন্দর চত্বরে ব্যবহার করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাসের জুড়ি মেলা ভার।

সংবাদ সংস্থা
জালন্ধর শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ১৫:১৯
Share: Save:

চালকবিহীন স্মার্ট বাস তৈরি করে তাক লাগিয়ে দিলেন পঞ্জাবের এক বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন ছাত্র। লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০৬তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের (আইএসসি) সমাবেশে ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রদের হাতে তৈরি বাসটি সাজিয়েও রাখা হয়েছিল।

৩ জানুয়ারি পঞ্জাবের জালন্ধরে ওই অনুষ্ঠানের উদ্ধোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেবলমাত্র সৌরশক্তিতেই চলতে পারে ওই বাস। পুরোপুরি দূষণমুক্ত এই বাসটি মিলতে পারে ৬ লক্ষ টাকায়। বৈদ্যুতিক মোটর এবং সৌরশক্তির মিলিত শক্তিতেই চলবে এই বাস।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে দৌড়তে সক্ষম চালকবিহীন এই বাস। লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্ররা এক বছর সময় নিয়েছেন বাসটি তৈরি করতে। এক বার চার্জ দিলেই ৭০ কিলোমিটার অবধি ছুটতে পারে এই বাস। আর বাসে ১০-৩০ জন মানুষ সফর করতে পারবেন বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

আরও পড়ুন: জমিতে জল দেওয়ার জন্য পাম্প চালাতেই পাইপ থেকে বেরিয়ে এল বরফ!

নেভিগেশনের জন্য বাসে জিপিএস এবং ব্লুটুথ দুটো ব্যবস্থাই রয়েছে। ১০ মিটারের রেডিয়াসের মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। ওয়ারলেস সিগনালের মাধ্যমে এই বাসের প্রযুক্তি কাজ করে। আর আল্ট্রাসনিক এবং ইনফ্রা রেড সেন্সরস ব্যবহার করে সিগন্যাল খোঁজে বাসের এই অত্যাধুনিক প্রযুক্তি।

আরও পড়ুন: পরির চোখের সামনেই ঝলসে গেল তার আট সন্তান

বিমানবন্দর চত্বরে ব্যবহার করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাসের জুড়ি মেলা ভার। সব দিক ঠিক থাকলে সামনের বছরে বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে এই বাস।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE