Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদের জীবনাবসান

মারা গেলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সৈয়দ। বৃহস্পতিবার সকালে দিল্লির এইমসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গত ২৪ ডিসেম্বর জ্বর এবং ঘাড়ে যন্ত্রণা নিয়ে তিনি এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। দিন কয়েক তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। ভেন্টিলেটরে রাখা হয় সইদকে। এ দিন সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। চিকিত্সকেরা জানিয়েছেন, মাল্টি অর্গ্যান ফেলিওরেই মৃত্যু হয়েছে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ০৯:২৯
Share: Save:

মারা গেলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সৈয়দ। বৃহস্পতিবার সকালে দিল্লির এইমসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

গত ২৪ ডিসেম্বর জ্বর এবং ঘাড়ে যন্ত্রণা নিয়ে তিনি এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। দিন কয়েক তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। ভেন্টিলেটরে রাখা হয় সইদকে। এ দিন সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। চিকিত্সকেরা জানিয়েছেন, মাল্টি অর্গ্যান ফেলিওরেই মৃত্যু হয়েছে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর।

মুফতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে শোকবার্তায় তিনি বলেন, “মুফতি মহম্মদ সইদের প্রয়াণ দেশ এবং জম্মু-কাশ্মীরে নেতৃত্বে এক শূন্যতার সৃষ্টি করবে। তাঁর নেতৃত্বের অভাব প্রতি পদে বোধ করব আমরা। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।” কিছু ক্ষণের মধ্যে তিনি এইমসে এসে পৌঁছবেন বলে জানা গিয়েছে। দিল্লি পৌঁছেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। দলের সুপ্রিমোর মৃত্যুতে শোক বার্তা জানিয়ে পিডিপির তরফে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে মেহবুবা মুফতিই যে দলের একমাত্র পছন্দ, তা-ও জানানো হয়েছে দলের তরফে। এর আগে নভেম্বরে এক সাংবাদিক সম্মেলনে সইদ তাঁর মেয়ে মেহবুবার উপরে দায়িত্ব হস্তান্তরের কথা জানিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE