Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National

কেন দাহ করা হল না জয়ললিতাকে?

আজীবন হিন্দু ধর্মে বিশ্বাসী তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে দাহ না করে কেন তাঁকে সমাহিত করা হল, সেই প্রশ্নটা এখন রীতিমতো ঘুরপাক খাচ্ছে তামিলনাড়ু-সহ দেশের সর্বত্রই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:১৫
Share: Save:

আজীবন হিন্দু ধর্মে বিশ্বাসী তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে দাহ না করে কেন তাঁকে সমাহিত করা হল, সেই প্রশ্নটা এখন রীতিমতো ঘুরপাক খাচ্ছে তামিলনাড়ু-সহ দেশের সর্বত্রই। আজীবন ঘুরেছেন মন্দিরে মন্দিরে, পুজোও দিয়েছেন। তা সে তালিপ্পারাম্বা রাজারাজেশ্বরের মন্দিরের সোনার পাত্রেই হোক বা গুরুভায়ুর মন্দিরের হাতি, কোনও খানেই ‘প্রণামী’ দিতে বাকি রাখেননি তিনি। কিন্তু তা সত্ত্বেও তাঁকে হিন্দু প্রথা মেনে দাহ করা হল না। জয়ললিতাকে সমাহিত করা হল মেরিনা বিচে, মঙ্গলবার সন্ধ্যায়।

কেন?

তার জবাবটা পেতে গেলে ঘেঁটে দেখতে হবে দ্রাবিড় রাজনীতির ইতিহাস। যার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ জয়ললিতার দল ‘অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম’ বা এআইএডিএমকে। যারা বরাবরই ব্রাহ্মণ্যবাদী রীতিপ্রথার বিরোধিতা করে এসেছে। দ্রাবিড় রাজনীতির দুই পুরোধা ব্যক্তিত্ব প্রয়াত সিএন আন্নাদুরাই ও এমজি রামচন্দ্রন, এমনকী পেরিয়ারকেও দাহ করা হয়নি। তাঁদেরও সমাহিত করা হয়েছিল। তামিলনাড়ু সরকারের নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ আমলা বলেন, “আমরা তাঁদের এতটাই সম্মান করেছি যে আগুনে তাঁদের দেহ পোড়াতে চাইনি। পোড়াইনি। বরং চন্দন কাঠ আর গোলাপ জল দিয়ে তাঁদের মরদেহ কফিনে পুরে সমাহিত করা হয়েছে।”

কেন জয়ললিতাকেও দাহ করা হল না, তার কারণ সম্ভবত এটাই হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আরও পড়ুন- দেহ আগলে ঠায় দাঁড়িয়ে রইলেন শশিকলা, স্বস্তি কি পাবেন পনীরসেলভম?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE