Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রিমসে বেড়েছে চুরি, দায় নিতে নারাজ কর্তৃপক্ষ

ঝাড়খণ্ডের সব থেকে বড় সরকারি হাসপাতাল, রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (রিমস)-এ কেপমারি ও ছিঁচকে চোরের উপদ্রবে অতিষ্ট রোগী ও তাদের আত্মীয়রা। কখনও রোগীর মাথার কাছে রাখা ওষুধের প্যাকেট পুরো চুরি করে নিয়ে যাচ্ছে, কখনও বা মোবাইল ফোন হাওয়া।

নিজস্ব সংবাদদাতা
রাঁচি শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২২
Share: Save:

ঝাড়খণ্ডের সব থেকে বড় সরকারি হাসপাতাল, রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (রিমস)-এ কেপমারি ও ছিঁচকে চোরের উপদ্রবে অতিষ্ট রোগী ও তাদের আত্মীয়রা। কখনও রোগীর মাথার কাছে রাখা ওষুধের প্যাকেট পুরো চুরি করে নিয়ে যাচ্ছে, কখনও বা মোবাইল ফোন হাওয়া। এমনকী লোপাট হয়ে যাচ্ছে রোগীর আত্মীয়দের লোটাকম্বলও। পর পর এমন ঘটনা প্রসঙ্গে হাসপাতালের সুপারের বক্তব্য, ‘‘এর জন্য আমাদের দোষ দিয়ে লাভ নেই। সতর্ক থাকতে হবে রোগীকে। তাঁর আত্মীয়দের।’’

গোটা রাজ্য থেকে প্রচুর রোগী রিমসে আসেন চিকিৎসা করাতে। তাই সব সময়ই এই হাসপাতাল সরগরম। অভিযোগ উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়েই কেপমার ও ছিঁচকে চোরেদের কাছে রিমস হয়ে উঠেছে স্বগর্রাজ্য। চলতি মাসের ৫ তারিখে অনিল গুপ্ত নামে এক রোগীর মাথার কাছে রাখা সারা মাসের ওষুধ চুরি যায়। এর দু’দিন পরেই ওয়ার্ডের ভিতর থেকে চুরি যায় ইন্দ্রজিৎ নামে এক রোগীর আত্মীয়ের মোবাইল ফোন। আর আজ চুরি গেল এক রোগীর আত্মীয়ের
পুরো বেডিংটাই!

ওই রোগীর আত্মীয়ের কথায়, তাঁর মেয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন তিনি হাসপাতাল চত্বরে, শেডের নিচে বিছানা করে শুয়ে থাকতেন। আজ হাসপাতালে মেয়ের ছুটি। তাই বেডিং গুছিয়ে মেয়ের ওয়ার্ডে গিয়েছিলেন ডাক্তারের সঙ্গে কথা বলতে। এসে দেখেন বেডিং নেই, নেই পাশে রাখা ব্যাগও। অথচ ওখানে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা থাকেন।

ছিঁচকে চোরের দাপটে অতিষ্ট রোগী ও রোগীর আত্মীয়রা অভিযোগও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও মেডিক্যাল সুপরিনটেন্ডেন্ট এস কে চৌধুরীর মতে, ‘‘শুধু হাসপাতাল কর্তৃপক্ষকে দোষ দিলে হবে না। সর্তক থাকতে হবে রোগী ও তার আত্মীদের। হাসপাতালে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা আছে। কিন্তু সবার ওষুধ ও মোবাইলের দিকে নজর রাখা তো তাঁদের পক্ষে সম্ভব নয়।’’ অন্য দিকে, রোগী ও তাঁদের আত্মীয়দের অভিযোগ, ভিজিটিং আওয়ারে কার্ড নিয়ে যত জন ওয়ার্ডে ঢোকার কথা, তার থেকে অনেক বেশি লোক ঢুকছে। ভবঘুরেরা ঘুরে বেড়াচ্ছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের করিডরে সিসিটিভি লাগানোর দাবি
করেছেন রোগীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE