Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভারত-মার্কিন মহড়া আজ

গগনভেদী শব্দে নেমে আসছে একের পর এক যুদ্ধবিমান। দেশি নয়, মার্কিন বায়ুসেনার! শনিবার এই আওয়াজ শুনে এবং দৃশ্য দেখে পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার বাসিন্দারা।

মহড়া: যুদ্ধবিমান থেকে নেমে আসছেন মার্কিন বায়ুসেনার পাইলটেরা। কলাইকুন্ডা বিমান ঘাঁটিতে। 
ছবি: বায়ুসেনার সৌজন্যে

মহড়া: যুদ্ধবিমান থেকে নেমে আসছেন মার্কিন বায়ুসেনার পাইলটেরা। কলাইকুন্ডা বিমান ঘাঁটিতে। ছবি: বায়ুসেনার সৌজন্যে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ০২:৪০
Share: Save:

গগনভেদী শব্দে নেমে আসছে একের পর এক যুদ্ধবিমান। দেশি নয়, মার্কিন বায়ুসেনার! শনিবার এই আওয়াজ শুনে এবং দৃশ্য দেখে পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার বাসিন্দারা। ফের যেন সাজো সাজো রব দেশের অন্যতম প্রাচীন এই বিমান ঘাঁটি জুড়ে। সৌজন্যে ভারত-মার্কিন বায়ুসেনার যৌথ মহড়া, ‘কোপ ইন্ডিয়া ২০১৮’।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় জোটের শরিক হিসেবে ভারত ও মার্কিন সেনা মহড়া নতুন কিছু নয়। কিন্তু আট বছর স্থগিত থাকার পরে আজ, সোমবার ফের বিমান মহড়া করছে দুই দেশ। ১৪ ডিসেম্বর পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা ও পশ্চিম বর্ধমানের পানাগড় ঘাঁটি থেকে মহড়া চলবে। ডোকলাম-পরবর্তী পরিস্থিতিতে এ রাজ্যের দুই ঘাঁটিকে মহ়ড়ার জন্য বেছে নেওয়ার সিদ্ধান্তও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা। কারণ, উত্তর-পূর্বাঞ্চলে চিনা সীমান্তের কাছাকাছি এই মহড়া হচ্ছে এবং তার মধ্যে রয়েছে পানাগড় সেনা ছাউনি। চিনের কথা মাথায় রেখে নবগঠিত ‘মাউন্টেন স্ট্রাইক কোর’-এর সদর দফতর করা হয়েছে এই ঘাঁটিকে। পরিকল্পনা অনুযায়ী অল্প সময়ে পানাগড় থেকে সেনা পৌঁছে যাবে উত্তর-পূর্বাঞ্চলে। কলাইকুন্ডা থেকে ১৯৬৫ এবং ’৭১ সালের যুদ্ধে লড়াই হয়েছিল। এখন সেটি প্রশিক্ষণ ঘাঁটি।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরঞ্জন দাস জানাচ্ছেন, জোটবদ্ধ দু’টি দেশের সামরিক মহড়ার অর্থ, যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা শত্রু পক্ষের বিরুদ্ধে ঝাঁপাবে একসঙ্গে। চিনা সেনা আক্রমণ করলে ভারত ও মার্কিন সেনা যে একযোগে পাল্টা আক্রমণ করবে, সেই বার্তাই দেবে এই মহ়়ড়া। ‘‘সামরিক মহড়া আসলে শত্রু পক্ষের কাছে জোট-শক্তির প্রদর্শন,’’ বলছেন পৃথ্বীরঞ্জনবাবু।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ২০০৪ সালে জোটের অঙ্গ হিসেবে প্রথম বিমান মহড়া হয়েছিল গ্বালিয়রে। ২০১০-এ সর্বশেষ মহড়া হয়। কিন্তু পূর্ব ভারতে চিনা সীমান্তের কাছে আগে কোনও মহ়ড়া হয়নি বলেই ফৌজি সূত্রের দাবি।

বায়ুসেনার এক মুখপাত্র জানান, আমেরিকার এফ-১৫ এবং সি-১৩০এইচ বিমান এসেছে। থাকবে ভারতের সুখোই-৩০, মিরাজ-২০০০, জাগুয়ার, আইএল-৭৮, সি১৩০জে সুপার হারকিউলিস। এই মহড়ায় আকাশ থেকে বাহিনীকে প্যারাশুটের মাধ্যমে গন্তব্যে নামিয়ে দেওয়ার (এয়ারড্রপ) মহড়া হবে। সেই সঙ্গে দু’‌দেশের কম্যান্ডিং অফিসারদের সমন্বয়ের ভিত্তিতে যুদ্ধকৌশল অনুশীলন করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Exercise Indo-US Air force
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE