Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাহিত্য অকাদেমি ফিরিয়ে প্রতিবাদ শিরিনের

ফরাসি সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদো-য় প্রকাশিত একটি বিতর্কিত কার্টুন নিজের পত্রিকায় পুনর্মুদ্রণ করার জন্য মুসলিমদের একাংশের রোষের মুখে পড়েছিলেন দলভি।

শিরিন দলভি

শিরিন দলভি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০৩:৫০
Share: Save:

নাগরিকত্ব বিলের প্রতিবাদে রাজ্য সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিলেন প্রবীণ উর্দু সাংবাদিক ও লেখিকা শিরিন দলভি।

গত কাল রাজ্যসভায় পাশ হয়েছে নাগরিকত্ব (সংশোধনী) বিল। আজ রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাতে সইও করেছেন। এর ফলে ২০১৪-র ৩১ ডিসেম্বর বা তার আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে এ দেশে এসে বাস করা অ-মুসলিম শরণার্থীরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন। অবৈধ ভাবে বসবাস করার জন্য আবেদনকারীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হবে না। কিন্তু মুসলিম শরণার্থীদের জন্য এই নিয়ম বহাল থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ প্রসঙ্গে বলেন, ‘‘গোটা পৃথিবী থেকে যদি মুসলিমেরা এসে এ দেশের নাগরিকত্ব চান, তা হলে তা দেওয়া সম্ভব নয়।’’

ফরাসি সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদো-য় প্রকাশিত একটি বিতর্কিত কার্টুন নিজের পত্রিকায় পুনর্মুদ্রণ করার জন্য মুসলিমদের একাংশের রোষের মুখে পড়েছিলেন দলভি। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল মহারাষ্ট্রের বিজেপি সরকার। দলভি আজ বলেন, ‘‘এই বিল বিভেদমূলক এবং বৈষম্য সৃষ্টিকারী। সেই সঙ্গে সংবিধান ও ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ।’’ দলভি জানিয়েছেন, এই যুদ্ধে তিনি তাঁর সম্প্রদায়ের পাশে দাঁড়াবেন, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবেন। প্রতিবাদস্বরূপ ফিরিয়ে দিচ্ছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। সাহিত্যসৃষ্টিতে অবদানের জন্য ২০১১ সালে এই পুরস্কার দেওয়া হয়েছিল তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় দলভি লিখেছেন, ‘‘আমি দুঃখিত। বিজেপি নেতৃত্বধীন সরকার নাগরিকত্ব বিল পাশ করেছে শুনে আমি স্তম্ভিত। এটা ধর্মনিরপেক্ষতা ও সংবিধানের উপরে আক্রমণ। এই অমানবিক আইনের প্রতিবাদে ঘোষণা করছি, ২০১১ সালে সাহিত্যকর্মে অবদানের জন্য আমাকে যে সাহিত্য অকাদেমি পুরস্কার দেওয়া হয়েছিল, তা আমি ফিরিয়ে দেব। নাগরিকত্ব সংশোধনী বিল বিভেদমূলক এবং বৈষম্য সৃষ্টিকারী। আমার সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে এই সম্মান প্রত্যাখ্যান করছি। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের জন্য লড়ব। সংবিধান ও আমাদের গঙ্গা যমুনা ‘তেহজ়িব’ (সংস্কৃতি)-কে রক্ষা করার জন্য এক সঙ্গে লড়তে হবে সকলকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE