Advertisement
২০ এপ্রিল ২০২৪

সাংবাদিক-প্রবেশ নিষিদ্ধই

বাজেট তৈরির সময়ে অর্থ মন্ত্রকে ঢোকার নিষেধাজ্ঞা থাকলেও বাজেট পেশের পরেই তা উঠে যায়। আজ সাংবাদিকেরা ৪৫ মিনিট বৈঠক করে অর্থমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০৪:০৭
Share: Save:

নর্থ ব্লকের অর্থ মন্ত্রকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধই রইল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দফতর জানিয়ে দিল, সাংবাদিকদের অপেক্ষা করতে হবে নর্থ ব্লকের গেটের বাইরে। সেখানে তাঁদের জন্য চা-জলের বন্দোবস্ত থাকবে। কিন্তু কোনও অফিসারের সঙ্গে দেখা করার ছাড়পত্র থাকলে তবেই প্রবেশের অনুমতি মিলবে। সে ক্ষেত্রে কোন অফিসার সাংবাদিকদের সঙ্গে দেখা করছেন, তা নথিভুক্ত থাকায় কেউই হয়তো দেখা করতে চাইবেন না। বা করলেও সরকারের পক্ষে অস্বস্তিকর কোনও খবর মিলবে না। বাজেট তৈরির সময়ে অর্থ মন্ত্রকে ঢোকার নিষেধাজ্ঞা থাকলেও বাজেট পেশের পরেই তা উঠে যায়। আজ সাংবাদিকেরা ৪৫ মিনিট বৈঠক করে অর্থমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেও লাভ হয়নি। উদ্যোগ ভবনের বাণিজ্য মন্ত্রকেও মঙ্গলবার সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরোর নথিভুক্ত সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বিরোধীদের মতে, নির্মলা প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন রাফাল-চুক্তির গোপন নথি সংবাদপত্রে ফাঁস হয়ে গিয়েছিল। সেই অস্বস্তির পুনরাবৃত্তি ঠেকাতেই এ বার তিনি অতি-সাবধানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi North block
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE