Advertisement
২০ এপ্রিল ২০২৪

শশিকলা মামলার বিচারপতি অবসরে

শশিকলাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই বাঙালি বিচারপতি। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষের কর্মজীবনের শেষ দিনে সেই রায়েরই উল্লেখ করলেন প্রধান বিচারপতি জে এস খেহর।

পিনাকীচন্দ্র ঘোষ

পিনাকীচন্দ্র ঘোষ

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০৩:৩৪
Share: Save:

শশিকলাকে জেলে পাঠানোর নির্দেশ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই বাঙালি বিচারপতি। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষের কর্মজীবনের শেষ দিনে সেই রায়েরই উল্লেখ করলেন প্রধান বিচারপতি জে এস খেহর। তিনি বলেন, ‘‘জয়ললিতার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলার রায়ের জন্য বিচারপতি ঘোষকে চিরদিন মনে রাখা হবে।’’

২০১৩-য় সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন পিনাকীচন্দ্র ঘোষ। আগামী ২৭ মে তিনি অবসর নেবেন। কিন্তু বুধবার থেকেই সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে বলে আজই ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। সেই উপলক্ষেই তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করেছিল বার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি আর এস সুরি মজা করে বলেন, ‘‘যদি মামলা শোনার সময় দেখা যেত, উনি হাসছেন, তা হলে নিশ্চিত হওয়া যেত যে উনি আর্জি খারিজ করে দেবেন।’’ সহ-সভাপতি এ কে সিংহ আবার মনে করিয়ে দিয়েছেন, পিনাকীবাবুর ছেলে আইনজীবী। কিন্তু উনি তাঁকে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে দেননি। তাঁকে কলকাতা হাইকোর্টেই প্র্যাকটিস করতে হচ্ছে। পিনাকীবাবু বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের বেঞ্চের অভিজ্ঞতা তাঁকে সমৃদ্ধ করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

V. K. Sasikala Judge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE