Advertisement
১৭ এপ্রিল ২০২৪

অপছন্দের শাড়ি, বাতিল হল বিয়ে

হাসানের কাছে একটি গ্রামের বাসিন্দা ২৯ বছরের বি এন রঘুকুমারের সঙ্গে সম্পর্ক ছিল বি আর সঙ্গীতা নামে এক তরুণীর।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৬
Share: Save:

পাত্রীকে যে শাড়ি দেওয়া হয়েছিল, তার মান পছন্দ হয়নি পাত্রপক্ষের। স্রেফ এই কারণেই ছেলের বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠল পাত্রের পরিবারের বিরুদ্ধে। বুধবার কর্নাটকের এক গ্রামে এই ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়। অভিযোগ, ওই পাত্রীকে যাতে বিয়ে না-করতে হয়, সে জন্য পরিবারের নির্দেশে গা ঢাকা দিয়েছেন পাত্র।

হাসানের কাছে একটি গ্রামের বাসিন্দা ২৯ বছরের বি এন রঘুকুমারের সঙ্গে সম্পর্ক ছিল বি আর সঙ্গীতা নামে এক তরুণীর। পুলিশ জানিয়েছে, এক বছরের প্রেমপর্বের পরে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু বিয়ের দিনই গোল বাধে। সঙ্গীতার শাড়িটি পছন্দ হয়নি তাঁর শ্বশুরবাড়ির লোকেদের। বিয়ের রীতি পালনের সময়ে বিবাদ বাধে দুই পরিবারের। বচসা এমন জায়গায় পৌঁছয় যে, পাত্রের পরিবার বিয়ে বাতিল করে দেয়। অভিযোগ, এই ঘটনার পরে পরিবারের নির্দেশে গা ঢাকা দেন রঘুকুমারও। হাসানের পুলিশ সুপার বলেছেন, ‘‘আমরা রঘুকুমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পেয়েছি। তিনি নিখোঁজ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wedding Karnataka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE