Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কর্নাটক বাড়াল অন্দরের কোন্দল

দলের রাজ্য সভাপতি ইয়েদুরাপ্পাকে কেন মুখ্যমন্ত্রী করা ভুল হয়েছিল, সেটা দলীয় নেতৃত্বকে জানানোই তাঁদের উদ্দেশ্য |

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জয়ন্ত ঘোষাল
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০৪:০০
Share: Save:

কর্নাটকে ইয়েদুরাপ্পা সরকার গঠন করতে না পারায় বিজেপি শিবির খানিকটা ছত্রভঙ্গ হয়ে পড়েছে| এই পরিস্থিতিতে বিজেপির অন্যতম রাজ্যনেতা কে এস ঈশ্বরাপ্পা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে এসে ইয়েদুরাপ্পার নামে নালিশ জানাবেন| দলের রাজ্য সভাপতি ইয়েদুরাপ্পাকে কেন মুখ্যমন্ত্রী করা ভুল হয়েছিল, সেটা দলীয় নেতৃত্বকে জানানোই তাঁদের উদ্দেশ্য |

কর্নাটক বিপর্যয়ের পর ইয়েদুরাপ্পার রাজনৈতিক ভবিষ্যতে যে পূর্ণচ্ছেদ হল, তা নিয়ে বিজেপি নেতাদের সংশয় নেই| কিন্তু ইয়েদুরাপ্পা গোষ্ঠীও এখন পাল্টা সরব দিল্লির বিরুদ্ধে| তাদের বক্তব্য, রাহুল গাঁধী যে ভাবে রাজ্য নেতৃত্বের উপরেই সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করেছেন, বিজেপিতে তা করা হয়নি| উল্টে কর্নাটক ভোটের ফল প্রকাশের পরেও রাজ্যপালকে নিয়ে যাবতীয় রণকৌশল দিল্লি নিয়ন্ত্রণ করেছে। তাই তাঁদের দাবি, এই ব্যর্থতার দায় দিল্লিকে নিতে হবে| ইয়েদুরাপ্পা আসলে অমিত শাহকেই কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন বলে দলীয় সূত্রের খবর |

বিজেপি সূত্র আরও বলছে, দল এখন নিরাপত্তার অভাবে ভুগছে| তাঁরা ভেবেছিলেন, কর্নাটকে কংগ্রেসকে ফেলে দিতে পারলে আসন্ন লোকসভা নির্বাচনে দেশ জুড়ে বিজেপির পক্ষে হাওয়া তোলা সহজ হয়ে যাবে | সেটা না হওয়ায় বিজেপি কর্মীদের মনোবল খানিকটা ভেঙে গিয়েছে! তাঁদের ফের চাঙ্গা করতে অমিত শাহ ২৬ মে এনডিএ-র প্রতিষ্ঠাদিবস উদযাপন করবেন| ওই দিনই প্রধানমন্ত্রী যাবেন কটক|

বিজেপি সূত্র বলছে, মোদীর প্রথম পছন্দ ইয়েদুরাপ্পা ছিলেন না। মোদী চেয়েছিলেন অনন্ত হেগড়েকে মুখ্যমন্ত্রী প্রার্থী করতে| কিন্তু শেষ পর্যন্ত লিঙ্গায়ত নেতা ইয়েদুরাপ্পাকেই তিনি মেনে নেন, পাছে গত বারের মতো দল না ভাঙে| কিন্তু এখন দিল্লি বুঝছে, ইয়েদুরাপ্পার সেই পুরনো সমর্থনের জনভিত্তি আর নেই| উল্টে দুর্নীতির জন্য ইয়েদুরাপ্পার ভাবমূর্তি যে কালিমালিপ্ত, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও |

অমিত শাহ এখনও যে জোটের ঘর ভেঙে সরকার ফেলার কথা বলছেন, তাতেও রাজ্য বিজেপির একাংশ ক্ষুব্ধ। ইয়াদুরাপ্পার বিরোধী এই গোষ্ঠীটি বলছে, এই চেষ্টায় আরও ভাবমূর্তি খারাপ হচ্ছে| সব মিলিয়ে বিজেপির অন্দরে রীতিমতো মল্লযুদ্ধের পরিবেশ। তার মধ্যেই কাল ‘জনাদেশ-বিরোধী দিবস’ পালন করে মুখ বাঁচানোর চেষ্টা করবেবিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Karnataka বিজেপি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE