Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উৎসবের আগেই খুলছে কাজিরাঙা

পুজোয় অসম তথা উত্তর-পূর্ব ঘুরতে আসা পর্যটকদের জন্য সুখবর। এ বছর ১ নভেম্বরের বদলে ১ অক্টোবর খুলতে চলেছে কাজিরাঙার দরজা। বৃষ্টি ও বন্যার জেরে প্রতি বছর ১ মে থেকে ১ নভেম্বর পর্যন্ত কাজিরাঙার জঙ্গল বন্ধ থাকত। পুজোর ছুটিতে অসমে আসা পর্যটকরা হতাশ হতেন।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০২
Share: Save:

পুজোয় অসম তথা উত্তর-পূর্ব ঘুরতে আসা পর্যটকদের জন্য সুখবর। এ বছর ১ নভেম্বরের বদলে ১ অক্টোবর খুলতে চলেছে কাজিরাঙার দরজা। বৃষ্টি ও বন্যার জেরে প্রতি বছর ১ মে থেকে ১ নভেম্বর পর্যন্ত কাজিরাঙার জঙ্গল বন্ধ থাকত। পুজোর ছুটিতে অসমে আসা পর্যটকরা হতাশ হতেন। অনেক ক্ষতি হত পর্যটন সংস্থা, জিপ সাফারি চালক, বন ও পর্যটন দফতরেরও। এ বছর সেখানে বন্যার জল দ্রুত নেমেছে। বন দফতর জানায়, আগামী কয়েক দিন ভারী বৃষ্টি না হলে জঙ্গলে হাতি ও জিপ সাফারির জন্য প্রয়োজনীয় অংশের রাস্তা মেরামত করে ফেলা যাবে। তার পরেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘোষণা করেন, এ বছর ১ অক্টোবর কাজিরাঙা খুলবে। তবে প্রাথমিক ভাবে শুধু বাগরি ও সেন্ট্রাল রেঞ্জ বা কোহরা পর্যটকদের জন্য খোলা হবে।

কাশ্মিরীর নজির। এক টানা ৭ ঘণ্টা শিবসাগরের জয়সাগর সরোবরে সাঁতার কেটে মহারাষ্ট্রের মেয়ে খুশি পামারের নজির ভাঙল কাশ্মিরী চৌধুরি। আজ সকাল পৌনে সাতটা থেকে জয়সাগরে সাঁতার শুরু করে। বেলা ২টো নাগাদ কাশ্মিরী খুশির নজির টপকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড-এ নাম তুলে ফেলে। এর আগে ২০১৪ সালে ৬ ঘণ্টা ৩২ মিনিট সাঁতরে নজির গড়ে ১২ বছরের খুশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kaziranga forest National park Tourists
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE