Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাঙালি বধূকে এক কোটির চেক অমিতাভের

মুম্বই থেকে ডাক পেয়েই পড়াশোনা শুরু করেন তিনি। রাতদিন ছেলেমেয়ের পাশে বসে পড়েছেন একের পর এক সাধারণ জ্ঞানের বই। এক মাসের প্রস্তুতির পর রওনা দেন মায়ানগরীতে। তাঁর কথায়, ‘‘অত পড়েও হট সিটে বসার পর সব গুলিয়ে যাচ্ছিল। চোখের সামনে বিগ বি। নার্ভাস লাগবে না বলুন?’’ বচ্চন-স্যরই অবশ্য তাঁর ভয় কাটিয়ে দেন।

বিজয়িনী: কৌন বনেগা ক্রোড়পতি-র সেই পর্ব দেখছেন অনামিকা মজুমদার। জামশেদপুরের বাড়িতে। ছবি: পার্থ চক্রবর্তী।

বিজয়িনী: কৌন বনেগা ক্রোড়পতি-র সেই পর্ব দেখছেন অনামিকা মজুমদার। জামশেদপুরের বাড়িতে। ছবি: পার্থ চক্রবর্তী।

আর্যভট্ট খান
রাঁচী শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ০২:৫৪
Share: Save:

এক হাতের নাগালে বলিউডের শাহেনশাহ!

চারপাশে ঘুরছে ঝলমলে আলো, ক্যামেরা। সামনের স্ক্রিনে প্রশ্ন— ‘ভারতীয় সংবিধানের অলঙ্করণ করেছিলেন কোন শিল্পী?’

কৌন বনেগা ক্রোড়পতি-র ‘হট সিটে’ বসে প্রাণপণে উত্তর খুঁজছিলেন জামশেদপুরের অনামিকা মজুমদার। বাকিটা ইতিহাস। টেলিভিশনের জনপ্রিয় ওই ক্যুইজ শো-এ এই বছর প্রথম ১ কোটি টাকার চেক তাঁকেই দিলেন অমিতাভ বচ্চন।

লক্ষ্মীপুজোর আগের দিন আল্পনা দেওয়ার ফাঁকে বছর চল্লিশের অনামিকাদেবী ফোনে তারই খুঁটিনাটি জানালেন আনন্দবাজারকে।

মুম্বই থেকে ডাক পেয়েই পড়াশোনা শুরু করেন তিনি। রাতদিন ছেলেমেয়ের পাশে বসে পড়েছেন একের পর এক সাধারণ জ্ঞানের বই। এক মাসের প্রস্তুতির পর রওনা দেন মায়ানগরীতে। তাঁর কথায়, ‘‘অত পড়েও হট সিটে বসার পর সব গুলিয়ে যাচ্ছিল।
চোখের সামনে বিগ বি। নার্ভাস লাগবে না বলুন?’’ বচ্চন-স্যরই অবশ্য তাঁর ভয় কাটিয়ে দেন।

সব ‘লাইফ-লাইন’ শেষ হয়ে গিয়েছিল। ১ কোটি টাকার উত্তর নন্দলাল বসু বা অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেই কেউ হবেন বলে নিশ্চিত ছিলেন অনামিকাদেবী। ‘লক’ করেন নন্দলালকে। তাঁর মন্তব্য, ‘‘চারপাশে সব যেন গায়েব হয়ে গিয়েছিল। সম্বিৎ ফিরল বচ্চন-স্যরের উল্লাস, দর্শকদের হাততালিতে!’’

আরও পড়ুন: মোদীর কাজ ছ’মাসে করব, দাবি রাহুলের

১ কোটি টাকার চেক পেলেও আয়কর কেটে তাঁর হাতে থাকবে ৬০-৬৫ লক্ষের মতো। অনামিকাদেবী জানান, পিছিয়ে থাকা পরিবারের বাচ্চা ও মহিলাদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ছড়াতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান তিনি। পুরস্কারের টাকায় সেই কাজ ভাল ভাবে করতে পারবেন। তাঁর আক্ষেপ, ‘‘৭ কোটির প্রশ্নের উত্তর জানা থাকলে হয়তো নিজের স্বপ্নের আরও কাছে পৌঁছতে পারতাম।’’

অনামিকাদেবী বলেন, ‘‘আমাকে পড়াশোনা করতে দেখে অবাক হয়েছিল ছেলেমেয়ে। এ বার ওরা বুঝল, ভাল করে পড়াশোনা করলে ফল কেমন ভাবে মেলে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE