Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুইটারে ভুল মেনে নিলেন কেজরীবাল

আর ইভিএম নয়! এ বার নিজেদের দোষ খুঁজে পেলেন অরবিন্দ কেজরীবাল। পঞ্জাব-গোয়া ও সম্প্রতি দিল্লির পুরভোটে হারের হ্যাটট্রিকের জন্য এত দিন ভোট যন্ত্রকে দুষেছেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল। কিন্তু আজ সকালেই টুইট করে তিনি স্বীকার করে নিয়েছেন, ‘‘আমরা ভুল করেছি। আত্মসমীক্ষা করে দিশা সংশোধন করতে হবে।’’

নিজস্ব সংবাদদাদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:১১
Share: Save:

আর ইভিএম নয়! এ বার নিজেদের দোষ খুঁজে পেলেন অরবিন্দ কেজরীবাল। পঞ্জাব-গোয়া ও সম্প্রতি দিল্লির পুরভোটে হারের হ্যাটট্রিকের জন্য এত দিন ভোট যন্ত্রকে দুষেছেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল। কিন্তু আজ সকালেই টুইট করে তিনি স্বীকার করে নিয়েছেন, ‘‘আমরা ভুল করেছি। আত্মসমীক্ষা করে দিশা সংশোধন করতে হবে।’’

অণ্ণা হজারের সঙ্গ ছেড়ে আপ তৈরি করার কিছু পরেই মত পার্থক্যের কারণে যোগেন্দ্র যাদব আর কিরণ বেদীর মতো ব্যক্তিত্ব দল থেকে বেরিয়ে গিয়েছিলেন। তবু দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরীবালকে পরাস্ত করতে পারেনি বিজেপি। দু’বছর পরে পুরনির্বাচনে বিজেপি যেন সেই ঘটনারই প্রতিশোধ নিয়েছে। মুখ্যমন্ত্রীর টুইটের পরে আজ মুখ খুলেছে বিজেপি-ও। দলের তরফে মনোজ তিওয়ারি বলেন, ‘‘আপের তো ভুল করার পরে ক্ষমা চাওয়ার অভ্যেস হয়ে গিয়েছে।’’ তবে এরই মধ্যে নিজের দলেও বিদ্রোহের মুখে পড়তে হয়েছে কেজরীবালকে। পঞ্জাবের আপ সাংসদ ভগবন্ত মান থেকে শুরু করে আপ নেতা তথা কবি কুমার বিশ্বাস, প্রকাশ্যেই এঁরা বলতে শুরু করেছিলেন, ‘‘ইভিএমকে দোষ না দিয়ে বরং দল আত্মসমীক্ষা করে নিজেদের ভুল খুঁজে বার করুক।’’

আরও পড়ুন: অস্থির সময়ে কবি চান সেতু বাঁধুক ভিন্ন মত

অবশেষে আজ সেই বিদ্রোহ সামলাতে মুখ খুলেছেন কেজরীবাল। টুইটারে তিনি আরও লিখেছেন, ‘‘গত দু’দিনে আমি দলের একাধিক কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলেছি।। আমরা ভুল করেছি। আমাদের আত্মসমীক্ষা ও দিশা সংশোধন করার দরকার রয়েছে। অজুহাত না দেখিয়ে বরং কাজ করতে হবে। এখন কাজ করে দেখানোর সময়।’’ বার্তা আসলে স্পষ্ট। কেজরীবাল বুঝতে পেরেছেন ইভিএমের ঘাড়ে দায় ঠেলে নিজেদের ব্যর্থতা আড়াল করার যে কৌশল তিনি নিয়েছেন, তা লোকে ভাল চোখে নিচ্ছেন না। এই মনোভাবে ক্ষুব্ধ দলীয় কর্মীরাও। তাই এ বার বাস্তবের মুখোমুখি হয়ে প্রশাসনিক ব্যর্থতাকেই হারের কারণ হিসেবে মেনে নিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী।

আজ ডিগবাজি খেয়েছেন মণীশ সিসৌদিয়াও। পুর নির্বাচনে হারার পরে অণ্ণা হজারে দিল্লির মুখ্যমন্ত্রীর সমালোচনা করায় তাঁকে ‘বিজেপির এজেন্ট’ বলেন কেজরীর ডান হাত মণীশ। আজ কেজরীবাল ভুল স্বীকার করতেই মণীশ বলেন, ‘‘অণ্ণাকে কিছুই বলিনি। আমার অ্যাকাউন্ট হ্যাক করে ওই কাজ করা হয়েছে। অণ্ণার প্রতি আপের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে।’’ আর কেজরীবালের প্রাক্তন সতীর্থ যোগেন্দ্র যাদবের কথায়, ‘‘পুর নির্বাচনের ফল বুঝিয়ে দিয়েছে দিল্লির মানুষ মুখ্যমন্ত্রীর পরিবর্তে প্রধানমন্ত্রীর উপরে ভরসা করতে চাইছে। কেজরীবালের যে বোধদয় হয়েছে সেটাই মঙ্গল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

EVM Arvind Kejriwal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE