Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National news

গোহত্যার ‘অভিশাপ’-এ ভাসছে কেরল! মন্তব্য বিজেপি বিধায়কের

রাজ্য থেকে প্রায় ৬৮৪ কিলোমিটার দূরে দাঁড়িয়ে এই বন্যার ‘প্রকৃত’ কারণ খুঁজে পেলেন এক বিজেপি বিধায়ক।

কর্নাটকের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল এতনাল। —ফাইল চিত্র।

কর্নাটকের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল এতনাল। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ১৩:০৭
Share: Save:

হিন্দুত্বে আঘাত দিয়ে বছরখানেক আগে প্রচুর গোহত্যা করা হয়েছিল, এখন তারই শাস্তিস্বরূপ জলে ভাসছে কেরল! কী ভাবে কেরলকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টায় ব্যস্ত যখন সকলে, সেই সময় বন্যা বিধ্বস্ত ওই রাজ্য থেকে প্রায় ৬৮৪ কিলোমিটার দূরে দাঁড়িয়ে এই বন্যার ‘প্রকৃত’ কারণ খুঁজে পেলেন এক বিজেপি বিধায়ক।

তিনি কর্নাটকের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল এতনাল। একটা সময়ে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। রবিবার খুব আশ্চর্যজনক ভাবেই কেরলের বন্যার সঙ্গে তিনি গোহত্যাকে মিলিয়ে দিলেন! ওই বিজেপি বিধায়কের মতে, এক বছর আগে গোমাংসের উৎসব পালন করেছিল কেরল। গোহত্যা এবং গরু পাচারের উপর কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার বিরোধিতা করে কেরল বিধানসভার ক্যান্টিনে বিধায়কেরা গোমাংস খেয়েছিলেন। এটাই ছিল তাঁদের প্রতিবাদের ভাষা ছিল। এক বছর আগে যে ‘ঔদ্বত্য’ তাঁরা দেখিয়েছিলেন, এখন নাকি তারই হাতেনাতে ফল পাচ্ছে কেরল। বসনগৌড়া বলেন, ‘‘গরু নিধন আসলে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দেয়। অন্য ধর্মের ভাবাবেগে কারও আঘাত দেওয়া উচিত নয়। সেই আঘাতের ফল কী হয়েছে তা দেখাই যাচ্ছে। প্রকাশ্যে গোহত্যা করেছিলেন তাঁরা, তার এক বছরের মধ্যেই এই অবস্থা হল কেরলের।’’ তাঁর আরও সংযোজন, ‘‘হিন্দুত্বে আঘাত দিলে এমন শাস্তি পেতেই হবে।’’

তবে এটাই প্রথম নয়, এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন তিনি। কর্নাটক নির্বাচনের ঠিক পরেই দলীয় একটি বৈঠকে তিনি বলেছিলেন, ‘‘মুসলিমদের উন্নয়নে কাজ করা বিজেপির উচিতই নয়। কারণ, ওরা বিজেপিকে ভোট দেয় না।’’ গত মাসে তাঁর মন্তব্য ছিল, ‘‘আমি যদি কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, তা হলে সমস্ত বুদ্ধিজীবীকে গুলি করতাম, কারণ তাঁরা বিপজ্জনক।’’

আরও পড়ুন: শহর ফাঁকা করে নিষ্ক্রিয় করা হল ৫০০ কেজির বোমা

কেরলের বন্যা নিয়ে দলীয় বিধায়কের ওই মন্তব্য সম্পর্কে এখনও কোনও বিজেপি নেতা মন্তব্য করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE