Advertisement
১৮ এপ্রিল ২০২৪

শতাব্দীর ভয়াবহতম বন্যায় কেরলে মৃত্যু বেড়ে ১৬৭, যাচ্ছেন প্রধানমন্ত্রী

মুল্লাপেরিয়ার বাঁধের জলস্তর কমাতে জাতীয় সঙ্কট মোকাবিলা কমিটির সঙ্গে কাল রাজ্যগুলিকে বৈঠকে বসতে বলেছে আদালত।

কোচিতে চলছে উদ্ধারকাজ। ছবি: রয়টার্স

কোচিতে চলছে উদ্ধারকাজ। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
কোচি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ০৩:৪৪
Share: Save:

বন্যাবিধ্বস্ত কেরলে মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত কাল ২৫ জনের পরে বৃহস্পতিবার গোটা রাজ্যের বিভিন্ন অংশে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৬৭ পেরিয়ে যাবে বলে মনে করছে প্রশাসন। আজ সকালে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই তিনি আকাশপথে কেরলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টও বলেছে, কেরলের বন্যা-পরিস্থিতি ‘ভয়াবহ।’ মুল্লাপেরিয়ার বাঁধের জলস্তর কমাতে জাতীয় সঙ্কট মোকাবিলা কমিটির সঙ্গে শুক্রবার রাজ্যগুলিকে বৈঠকে বসতে বলেছে আদালত।

মুল্লাপেরিয়ার-সহ ৩৫টি জলাধারের বাঁধ খুলে দেওয়া হয়েছে। মুল্লাপেরিয়ার নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উদ্বেগ জানানোর পরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এপ্পাডি কে পলানীস্বামী বৃহস্পতিবার তাঁকে চিঠি লিখে জানান, বাঁধ সব দিক থেকেই সুরক্ষিত রয়েছে। এই বাঁধে ফাটল ধরার গুজব উড়িয়ে দিয়েছে কেরল সরকার। সোশ্যাল মিডিয়ায় কারা এ নিয়ে গুজব ছড়াচ্ছে তা খুঁজে বার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এ দিন বন্যার কথা মাথায় রেখে কেরল ও তামিলনাড়ুকে জাতীয় সঙ্কট মোকাবিলা কমিটির সঙ্গে সহযোগিতার মাধ্যমে ত্রাণ পৌঁছনোর কথা বলেছে।

মুল্লাপেরিয়ার বাঁধের জলস্তর ১৩৯ ফুটে নামিয়ে আনার কথা জানিয়েছিল কেরল। কিন্তু তামিলনাড়ু সরকার কোর্টে তার বিরোধিতা করে। তারা বলেছে, এই মুহূর্তে বাঁধে ২০ হাজার কিউসেক জল রয়েছে। এত বৃষ্টির মধ্যে দুম করে জলস্তর কমানো হয়তো সম্ভব হবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি ইন্দু মলহোত্রের বেঞ্চ বলেছে, ‘‘সঙ্কটের এই মুহূর্তে কোনও পক্ষেরই বিরোধিতার অবস্থান নেওয়া উচিত নয়।’’ বেঞ্চের মতে, ‘‘অতীতকে এর মধ্যে টানবেন না। বর্তমান পরিস্থিতির কথা ভেবে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।’’ অতীতে মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে কেরল-তামিলনাড়ুর বিরোধ দূরে সরিয়ে রাখার দিকে ইঙ্গিত করেছে শীর্ষ আদালত।

আরও পড়ুন: জিএসটি শুরু করেছিলেন তিনিই, এগিয়ে নিয়ে যাচ্ছেন মোদী

কেরলের পরিস্থিতিতে টুইটারে উদ্বেগ জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও। রাজ্যে কংগ্রেস বিরোধী আসনে থাকলেও তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন সবার কাছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন, রাজ্যে আরও বেশি করে জওয়ান এবং নৌসেনা মোতায়েন করার জন্য। এর পরই আজ কেরল যাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: দৃষ্টান্তমূলক উচ্চতার রাজনীতিক বাজপেয়ী

জলের তলায় থাকা কোচি আন্তর্জাতিক বিমানবন্দর ২৬ অগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রথমে ১৮ অগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও বিমানবন্দরের অবস্থা দেখে আরও আট দিন বন্ধ রাখার কথা ভাবা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল কোচির মেট্রো পরিষেবাও। আজ বিকেল চারটের পরে চালু হয়েছে মেট্রো। আরও ১২টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কারণে রবিবার পর্যন্ত লাল সতর্কতা জারি রয়েছে।

আজ ত্রিশূর, আলুভা ও পেরুমবভুরে ১৩২ জনকে আকাশপথে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা। পোল্লাচি-ভালপারাই ঘাট রোডে এক কিলোমিটার জুড়ে বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ বড় ধস নামে। তার পরেও ছোটখাটো ধস এবং পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের চাঁই রাস্তার বিভিন্ন অংশে পড়ে রয়েছে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala flood Flood কেরল Kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE