Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দেশ ছাড়তে নিষেধ

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের অধিবেশনে যোগ দিতে জেনিভা যাওয়া হল না কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজের। বুধবার নয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন অফিসারেরা খুররমকে জানান, তাঁর দেশ ছাড়ার অনুমতি নেই।

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৪
Share: Save:

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের অধিবেশনে যোগ দিতে জেনিভা যাওয়া হল না কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজের। বুধবার নয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন অফিসারেরা খুররমকে জানান, তাঁর দেশ ছাড়ার অনুমতি নেই। খুররমের সংগঠনের অভিযোগ, তাঁর কাছে সুইৎজারল্যান্ডের ভিসা এবং অধিবেশনের আমন্ত্রণপত্র ছিল। তা সত্ত্বেও বিমানবন্দরে তাঁকে দেড় ঘণ্টা আটকে রাখার পরে জানানো হয়, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র নির্দেশ মোতাবেক তাঁকে জেনিভা যেতে দেওয়া যাবে না। অথচ এই মর্মে কোনও লিখিত নির্দেশ খুররমকে দেখানো হয়নি বলে তাঁর সংগঠনের দাবি। সরকারি সূত্রের বক্তব্য, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাঁকে যেতে দেওয়া হয়নি। এর পিছনে কোনও ‘অসৎ উদ্দেশ্য’ নেই। বুধবার জেনিভার ওই অধিবেশনেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের হাইকমিশনার জৈয়দ রাদ অল হুসেনের মঙ্গলবারের বিবৃতির প্রসঙ্গ তুলে ভারতের দূত অজিত কুমার বলেছেন, ‘‘ভারত অধিকৃত কাশ্মীর বলে কিছু নেই। সেখানে নির্বাচিত সরকার রয়েছে। রাজ্যের বর্তমান অশান্তির নেপথ্যে রয়েছে সীমান্তপারের ইন্ধন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Khurram Parvez Geneva
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE