Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Fodder Scam

‘পশুখাদ্য বিশেষজ্ঞ’ লালুকে জেলে পশু পালনের পরামর্শ বিচারকের

এর পরই আরজেডি প্রধানের প্রতি বিচারকের ‘উপদেশ’, ‘‘জেলে থাকার সময় আপনার পশুপালন করা উচিত।’’

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রাঁচী শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ১৯:১৫
Share: Save:

পশুদের বিষয়ে তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে। তাই জেলে থাকাকালীন পশুপালনই করা উচিত। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে এমনই পরামর্শ দিলেন বিচারক শিবপাল সিংহ।

গত শুক্রবার ভিডিও কনফারেন্সে লালুর সাজা ঘোষণা করছিলেন বিচারক সিংহ। এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, সাজা ঘোষণার সময় বিচারক লালুপ্রসাদকে রীতিমতো কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘পশুদের খাবার, ওষুধ নয়ছয় করেছেন। অভিযুক্তদের মধ্যে কয়েক জন পশু চিকিৎসকও রয়েছেন। তাঁদের সঙ্গে লালুপ্রসাদের সুসম্পর্ক। পশুদের বিষয়টি তিনি ভালই বোঝেন।’’ এর পরই আরজেডি প্রধানের প্রতি বিচারকের ‘উপদেশ’, ‘‘জেলে থাকার সময় আপনার পশুপালন করা উচিত।’’

সে দিন সাজা ঘোষণার সময় একাধিক বার কটাক্ষ শোনা গিয়েছিল বিচারকের গলায়। যেমন, জেলের কুঠুরিতে অসহনীয় ঠান্ডা নিয়ে এক বার নিজের ‘কষ্টের কথা’ বলেছিলেন লালু। তিনি বলেছিলেন, ‘‘জানুয়ারি মাসের শুরু দিকের এই সময়টা বেশ ঠান্ডা থাকে। জেলের কুঠুরিতে তা অসহনীয়।’’ এ কথা শোনার পরই শিবপাল সিংহ বলেছিলেন, ‘‘তা হলে তবলা বাজান, শরীর গরম থাকবে।’’

আরও পড়ুন: গাঁধীর খুনি গডসেই, দ্বিতীয় কেউ নেই, রিপোর্ট সুপ্রিম কোর্টে

আরও পড়ুন: দমনেই শান্তি অধরা কাশ্মীরে, চিদম্বরমের তির মোদীর দিকে​

গত শনিবার পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় রাঁচীর বিশেষ সিবিআই আদালত। সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা জরিমানাও করা হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE