Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দলে গুরুত্বহীন, ক্ষুব্ধ তেজপ্রতাপ

দলে ‘ভাইয়ের সঙ্গে ভাইকে লড়ানোর’ ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করলেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ। তাঁর অভিযোগ, দলের মধ্যে তাঁকে কেউ গুরুত্ব দিচ্ছে না। দলের ভিতরে দিনের পর দিন ভাই তেজস্বীর গুরুত্ব বাড়ায় এমনিতেই ক্ষুব্ধ লালুপ্রসাদের বড়ছেলে!

তেজপ্রতাপ। ফাইল চিত্র।

তেজপ্রতাপ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৪:৩২
Share: Save:

দলে ‘ভাইয়ের সঙ্গে ভাইকে লড়ানোর’ ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করলেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ। তাঁর অভিযোগ, দলের মধ্যে তাঁকে কেউ গুরুত্ব দিচ্ছে না। দলের ভিতরে দিনের পর দিন ভাই তেজস্বীর গুরুত্ব বাড়ায় এমনিতেই ক্ষুব্ধ লালুপ্রসাদের বড়ছেলে! দলের নেতারা তাঁর কথা শুনছেন না এবং ভাইকে ভুল বোঝাচ্ছেন বলে আজ ক্ষোভ উগরে দেন তিনি।

আজ তেজপ্রতাপ বলেন, ‘‘ভাইয়ের সঙ্গে ভাইকে লড়ানোর চেষ্টা হচ্ছে। দলের নেতাদের কোনও নির্দেশ দিলে কথাই শুনছেন না। তাঁরাই বলে দিচ্ছেন, উপর থেকে নির্দেশ রয়েছে আপনার কথা শোনা যাবে না।’’ তাঁর প্রশ্ন, ‘‘তাহলে আর রাজনীতিতে থেকে লাভ কী!’’ এর আগে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘আমি মনে করি, হস্তিনাপুরের সিংহাসনে অর্জুনকে বসিয়ে দ্বারকাতে চলে যাব। কিন্তু এখনও কিছু ‘কানভাঙানি’ দেওয়ার লোক আছে যাদের কষ্ট হচ্ছে। কারণ আমি একজন কিং মেকার নই।’’ কিন্তু কে বা কারা তাঁকে ক্ষমতা থেকে সরাতে চাইছে তা নিয়ে মুখ খোলেননি তেজপ্রতাপ। জানিয়েছেন, ‘‘সময় এলে সকলের নামই প্রকাশ করব।’’

তেজপ্রতাপের ক্ষোভের আগুনে হাওয়া দিতে শুরু করেছে রাজ্যের শাসক দল জেডিইউ এবং বিজেপি। জেডিইউ মুখপাত্র নীরজ কুমার বলেন, ‘‘যদিও বিষয়টি আরজেডির অভ্যন্তরীণ, তবুও রাজ্যের স্বাস্থ্য দফতরের দায়িত্বে থাকা তেজপ্রতাপের প্রশাসনিক ক্ষমতা রয়েছে বলেই আমাদের মনে হয়। তাঁকে এ ভাবে দলের মধ্যে গুরুত্বহীন করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলেই মনে হচ্ছে।’’ তাঁর প্রশ্ন, ‘‘মানুষই তো তাঁকে বিধায়ক করেছেন। বিহারের মানুষ জানতে চান কেন দ্বারকা যেতে চাইছেন তিনি?’’ বিজেপি মুখপাত্র সঞ্জয় টাইগার বলেন, ‘‘দলে গুরুত্ব হারিয়ে দুঃখ পাচ্ছেন তেজপ্রতাপ। পরিবারের গোলমাল প্রকাশ্যে এসে পড়েছে। পরিবারবাদের ফল এমনই হয়।’’ যদিও আরজেডি মুখপাত্র মনোজ ঝা দলের মধ্যে কোনও রকম অভ্যন্তরীণ গোলমালের কথা অস্বীকার করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE