Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অসমের বন্ধুত্ব চান লাওসের রাষ্ট্রদূত

অসম ও লাওসের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক মেলবন্ধন বাড়াতে আগ্রহী ভারতে নিযুক্ত লাওসের রাষ্ট্রদূত রবিশঙ্কর আইসোলা।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০২:৫৪
Share: Save:

অসম ও লাওসের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক মেলবন্ধন বাড়াতে আগ্রহী ভারতে নিযুক্ত লাওসের রাষ্ট্রদূত রবিশঙ্কর আইসোলা।

গত কাল গুয়াহাটিতে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং ম্যাচে মুখোমুখি হয় ভারত ও লাওস। সেই উপলক্ষে গুয়াহাটি এসেছেন রবিশঙ্কর। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে পারস্পরিক আদানপ্রদান বিষয়ে বিশদে আলোচনা করেন তিনি। সর্বানন্দ জানান, অসম লাওসের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। রবিশঙ্কর লাওসের বিভিন্ন ক্ষুদ্র শিল্পে উত্তর-পূর্ব তথা ভারত থেকে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন। অসম থেকে মায়ানমার হয়ে তাইল্যান্ড পর্যন্ত সড়কপথ চালু হওয়ার পর এ ক্ষেত্রে সুযোগ-সুবিধা অনেকটাই বাড়বে বলে রবিশঙ্করের আশা। আজ সকালে লাওসের ব্যবয়াসী তথা অসমের ভূমিপুত্র হাবিব মহম্মদ চৌধুরীকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রবিশঙ্কর। অন্য দিকে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের পরে সর্বানন্দ জানান, আগামী বছর অনূর্ধ ১৭ ফিফা বিশ্বকাপের গ্রুপ লিগের খেলাগুলির আয়োজন আন্তর্জাতিক মানের হবে। সেপ্টেম্বরে ফিফার পরিদর্শনের আগেই ইন্দিরা গাঁধী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে তোলা হবে। ফিফা জানিয়েছে, নির্দিষ্ট মান পূরণ করতে না পারলে খেলা অন্য রাজ্যে সরানো হবে। বিশ্বকাপের খেলা অসমে আনার ক্ষেত্রে সোনোয়ালের ভূমিকা ছিল। তিনিই তখন কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী ছিলেন। তিন মাসের মধ্যে মাঠের মান উন্নত করা, আরও দু’টি ড্রেসিংরুম তৈরি, আন্তর্জাতিক মানের মিডিয়া সেন্টার তৈরি ও বিপণনের ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। সেই সঙ্গে অনুশীলনের জন্য নেহরু স্টেডিয়াম, তেপেসিয়া স্টেডিয়াম ও সরুসজাই স্পোর্টস কমপ্লেক্সের মাঠেরও উন্নতি করতে হবে। সোনোয়াল সময়ের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Laos Assam Ambassader Friendship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE