Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Biplab Dev

বিপ্লবের কথা তাঁরই বিরুদ্ধে অস্ত্র বামেদের

বিরোধী রাজনৈতিক দলগুলির দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার অ-বিজেপি দল শাসিত রাজ্যগুলিকে চাহিদা মতো অর্থ বরাদ্দ করে না।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৫:১০
Share: Save:

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কথাকে হাতিয়ার করে, তাঁকেই বিঁধছেন বামেরা। সম্প্রতি বিজেপির এক সভায় দলের কর্মীদের চাঙ্গা করতে বিপ্লব দাবি করেছেন, আগামী ৩০-৩৫ বছর অন্য কোনও দলই ক্ষমতায় আসবে না ত্রিপুরায়। কেন্দ্রে-রাজ্যে জোড়া ইঞ্জিনের সরকার আছে বলেই ত্রিপুরায় কর্মচারীদের বেতন ও ভাতা দেওয়া সম্ভব হচ্ছে, না হলে কিছুই করা যেত না।

বিপ্লবের এই কথার সূত্র ধরেই রাজ্যের প্রাক্তন অর্থ ও পূর্তমন্ত্রী এবং বিধায়ক বাদল চৌধুরী মনে করিয়ে দিয়েছেন, কেন্দ্র রাজ্যকে যে অর্থ দিতে দায়বদ্ধ, সেটাই দেয়। সেই সঙ্গে বাম জমানার অর্থমন্ত্রীর প্রশ্ন, মুখ্যমন্ত্রী যে বলছেন অতিরিক্ত টাকা এনেছেন, এত টাকা তবে কোথায় ব্যয় হয়েছে? বিরোধী রাজনৈতিক দলগুলির দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার অ-বিজেপি দল শাসিত রাজ্যগুলিকে চাহিদা মতো অর্থ বরাদ্দ করে না। বাদলের মতে, “মুখ্যমন্ত্রীর মুখে বাড়তি টাকা পাওয়ার কথায় ওই অভিযোগটিই সত্য প্রমাণিত হল। বিপ্লব দেব পরিষ্কার করে দিয়েছেন, বিজেপি শাসিত রাজ্য না-হলে কেন্দ্রের থেকে ঠিক ভাবে সাহায্য পাওয়া যায় না।”

বিজেপির ওই সভায় বাম জমানার সমালোচনা করার পাশাপাশি বাম কর্মীদের দলের কাছ থেকে ভাতা নেওয়া নিয়েও কটাক্ষ ছুড়েছেন বিপ্লব। তাঁর দাবি, রাজ্যে যাঁরা বিজেপি-বিরোধী কথা বলেন বা সমালোচনা করেন, তাঁরা সব সিপিএমের ক্যাডার। এই কমিউনিস্ট হোল টাইমারদের পেশাই হল রাজনীতি। সেই রাজনীতি করে তাঁরা পেট চালান। কিন্তু বিজেপি করে কেউ নিজের পেট চালান না। তাঁদের অন্য পেশা রয়েছে। তার পর তাঁরা রাজনীতি করেন। গত ২৫ ধরে কমিউনিস্টদের লোকজন চাঁদা তুলে পেট চালাত। সিপিএমকে বিদ্রুপ করে বিপ্লবের মন্তব্য, “আগে এই রাজ্যের গরিব মানুষদের থেকে চাঁদা তুলে ওঁরা কিউবা এবং ভিয়েতনামে পাঠিয়ে দিতেন। আজ যদি কেন্দ্রে বা রাজ্যে অন্য সরকার থাকত, তা হলে কে সাহায্য দিত? চিন বা ভিয়েতনাম কি আপনাদের সাহায্য করত?”

বামেদের হুঁশিয়ারি দিয়ে বিপ্লব বলেছেন, “আমি এখনও বলা শুরু করিনি। যখন বলা শুরু করব, তখন বিরোধীদের মুখে কুলুপ এঁটে পার্টি অফিসে ঢুকে বসে থাকতে হবে।” তাঁর দাবি, আগামী ৩০-৩৫ বছর রাজ্যে অন্য কোনও পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। আগামী ২০২৩ বিধানসভা ভোটে বিজেপির সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই রাজ্যের কোনও রাজনৈতিক দলের।

এর জবাবে বাদল বলেছেন, “একটু অপেক্ষা করুন, কে দাঁড়ায়, কে সামনে থাকে তা দেখতে পাওয়া যাবে।” তাঁর মতে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা বা আস্থা নেই বিজেপির। তারা সংবিধানও মানতে চায় না। এই সমস্ত কথা বিপ্লব দেবের মতো নেতার মুখেই মানায়। বিপ্লবকে পাল্টা বিঁধে বাদলের মন্তব্য, “বিপ্লব দেব তো সব সময় বালকসুলভ কথাবার্তা বলে থাকেন। নিজেই কিছু জানেন বা বোঝেন না। ফলে ক্ষমতায় বসে মানুষকে শুধু বিভ্রান্ত করে চলেছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Biplab Dev Tripura BJP CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE