Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কে এই যোগী? আগাগোড়া ‘হট-ফেভারিট’ না হয়েও শেষবেলায় মুখ্যমন্ত্রী!

আগাগোড়া ‘হট-ফেভারিট’ না হয়েও শেষ বেলায় যোগীর বাছাইয়ে বিজেপির অনেকেই বিস্মিত। তাঁদের প্রশ্ন, এর পিছনে কি শুধুই হিন্দুত্ব? নাকি সঙ্ঘের চাপে মাথা নুইয়েছেন মোদী?

সাক্ষাৎ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মনোনীত হওয়ার পরে সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপাল রাম নাইকের কাছে যোগী আদিত্যনাথ। সঙ্গে রয়েছেন বিজেপির অন্য নেতারাও। শনিবার লখনউয়ে। ছবি: পিটিআই ।

সাক্ষাৎ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মনোনীত হওয়ার পরে সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপাল রাম নাইকের কাছে যোগী আদিত্যনাথ। সঙ্গে রয়েছেন বিজেপির অন্য নেতারাও। শনিবার লখনউয়ে। ছবি: পিটিআই ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ০৩:৫১
Share: Save:

আগাগোড়া ‘হট-ফেভারিট’ না হয়েও শেষ বেলায় যোগীর বাছাইয়ে বিজেপির অনেকেই বিস্মিত। তাঁদের প্রশ্ন, এর পিছনে কি শুধুই হিন্দুত্ব? নাকি সঙ্ঘের চাপে মাথা নুইয়েছেন মোদী? গেরুয়া-শিবিরের অনেকের বক্তব্য, আদিত্যনাথ আদৌ আরএসএসের পছন্দ নন। আবার আদিত্যনাথ মোদী-ঘনিষ্ঠও নন। তা হলে? বিজেপির একটি অংশের বক্তব্য, উঁচু ও নিচু জাতের দ্বন্দ্ব ধামাচাপা দিতেই আপাত ভাবে এক জন যোগীকে বাছাই করা হল। কে এই যোগী আদিত্যনাথ?

আরও পড়ুন: উত্তরপ্রদেশে চমক, নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

পূর্বাশ্রমের নাম অজয় সিংহ

জন্ম ৫ জুন, ১৯৭২

উত্তরাখণ্ডের এইচএনবি গঢ়বাল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি

গুরু গোরক্ষনাথ মন্দিরের পীঠাধীশ্বর ও মহন্ত

২৬ বছর বয়সে গোরক্ষপুরের সাংসদ। ১৯৯৮ থেকে টানা পাঁচ বার সংসদে

দাঙ্গায় ইন্ধন জোগানো, ধর্মবিদ্বেষে প্ররোচনা দেওয়া ও হত্যার চেষ্টা— মূলত এই তিন অভিযোগে একাধিক ফৌজদারি মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে

২০০৫-এ এটা-তে পাঁচ হাজার জনকে হিন্দু ধর্মে এনে ঘোষণা করেন, ‘উত্তরপ্রদেশ-সহ গোটা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত না করে থামব না’

আইন হাতে নেওয়ার জন্য কুখ্যাত হিন্দু যুব বাহিনীর প্রতিষ্ঠাতা।

২০০৭-এ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের ঠিক আগে গোরক্ষপুর দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার। ১৫ দিন হাজতবাস। প্রতিবাদে পোড়ে ট্রেন

মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দিতে বলায় বিজেপির হুইপ অমান্য করেন ২০১০-এ

পাঁচ বছর ধরে ‘লভ জেহাদ’-এর বিরুদ্ধে সরব। তাঁর ঘোষণা, একটি হিন্দু মেয়ের ধর্ম বদল করালে ১০০ জনকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করব

শাহরুখ খানকে তুলনা করেছেন হাফিজ সইদের সঙ্গে। বলেছেন, শাহরুখের মনে রাখা উচিত এ দেশের সংখ্যাগুরু মানুষই তাঁকে তারকা বানিয়েছেন। নইলে রাস্তায় ভিক্ষা করতে হতো

উগ্র হিন্দুত্বের কথা বলে বার বার বিজেপি-কে বিতর্কে জড়ালেও প্রতি ভোটে ব্যবধান বাড়িয়েছেন জয়ের।

উত্তরপ্রদেশে এ বারের নির্বাচনে ছিলেন দলের তারকা প্রচারক

শপথ

আজ, রবিবার দুপুর ২টো ১৫। লখনউয়ের কাঁসিরাম উপবনে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yogi Adityanath CM Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE